ঢাকায় জাতীয়-আন্তর্জাতিক সম্মেলন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা
  2017-07-30 16:07:46  cri
গত সপ্তাহে রাজধানী ঢাকায় অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিছু সম্মেলন চলছে এখনো। আন্তর্জাতিক পানি সম্মেলন, কারিগরি ও প্রশিক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এবং জেলা প্রশাসক সম্মেলন এগুলোর মধ্যে অন্যতম। এ সব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা নজর দেব এ সব সম্মেলনের ওপর।

সরকারের নীতিনির্ধারক ও জেলাপ্রশাসকদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে প্রতিবছরের মতো এবারো রাজধানী হয়েছে তিনদিনব্যাপী জেলাপ্রশাসক সম্মেলন। ২৫ থেকে ২৭ জুলাই রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। তিনদিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা বিষয়ে ডিসিদের ২৩ দফা নির্দেশনা দেন সরকার প্রধান।

জনসচেতনতা সৃষ্টি ও কঠোর অবস্থানের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসকদের দৃঢ় ভূমিকা রাখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনমানের উন্নয়নে নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগাতে বলেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মিলেমিশে সরকারের উন্নয়ন পরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দেন শেখ হাসিনা।

সম্মেলনের ২২টি অধিবেশনে সরকারের মন্ত্রীরা জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন ও নিজ নিজ মন্ত্রণালয়সংশ্লিষ্ট নির্দেশনা দেন। সম্মেলনের দ্বিতীয় দিন ডিসিদের সঙ্গে বৈঠক করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বেসামরিক বিমান চলাচল, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা।

স্থানীয় প্রশাসনকে গতিশীল ও শক্তিশালী করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন সৈয়দ আশরাফ। মাঠপর্যায়েও দ্রব্যমূল্য সহনীয় রাখতে ডিসিদের নজরদারির নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। আসছে আগস্টে বড় ধরনের বন্যার আশঙ্কার কথা জানিয়ে এ জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকতে বলেন পানিসম্পদমন্ত্রী। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, চট্টগ্রাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে জেলা প্রশাসকদের।

সম্মেলনের তৃতীয় দিনে ২৭ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও ভূমিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জেলা প্রশাসকদে। জেলা প্রশাসকরা ভ্রাম্যমান আদালত অব্যাহত রাখা এবং এজন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দেওয়ার দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী চাওয়া মাত্র পুলিশ পাওয়া যাবে বলে আশ্বাস দেন। তবে ভ্রাম্যমান আদালত অব্যাহত রাখা হবে কিনা এবিষয়ে কোনো মন্তব্য করেননি আইনমন্ত্রী। ভূমি অফিসে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সঠিকভাবে বাস্তবায়নের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

প্রতিটি বৈঠকেই জেলাপ্রশাসকদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। এ সব দিকনির্দেশনা অনুসরণ করে ডিসিরা কাজ করলে সরকারের কাজে গতিশীলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে কারিগরি ও প্রশিক্ষণ বিষয়ক-আইডিইবি-সিপিএসসির আন্তর্জাতিক সম্মেলন। ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারিগরি শিক্ষার প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। দেশের বিপুল জনশক্তিকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত করার কথা বলেন শেখ হাসিনা।

২৯ জুলাই ঢাকায় শুরু হয় আন্তর্জাতিক পানি সম্মেলন। রাজধানীর একটি হোটেলে তিন দিনের এ সম্মেলনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ২৮টি দেশের মন্ত্রী, সরকারি -বেসরকারি কর্মকর্তা ও পানি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন সম্মেলনে। উদ্বোধনী বক্তব্যে প্রধামন্ত্রী বিশ্বে পানির অবস্থা, ব্যবহার ও সংকট নিয়ে আলোচনা করেন ও দিক নির্দেশনা দেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের উদ্যোগের ফলে দেশের ৮৭ ভাগ মানুষকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের জন্য নিরাপদ পানির সংস্থান করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজধানী ঢাকায় পানি ব্যবস্থাপনায় নতুন নতুন খাল খননের পাশাপাশি পুরনো খালের সংস্কার, জলাধার সংরক্ষণের উদ্যোগের কথা জানান

প্রধানমন্ত্রী। পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনায় ১০০ বছর মেয়াদি বাংলদেশ ডেল্টা প্ল্যান ২১০০ গ্রহণের কথাও জানান বাংলাদেশের সরকার প্রধান। সম্মেলনের দ্বিতীয় দিনে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, ব-দ্বীপ অঞ্চলের পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় আগামী ৫ বছরের পরিকল্পনা নিয়ে এগুবে ডেল্টা কমিটি।

ঢাকা থেকে মাহমুদ হাশিম।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040