ঢাকায় আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন
  2017-07-29 18:19:46  cri

রাজধানী ঢাকায় শনিবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক পানি সম্মেলন। তিন দিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ২৮ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এ সম্মেলনে।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে পানির অবস্থা, ব্যবহার ও সংকটের কথা তুলে ধরেন। তাঁর সরকারের উদ্যোগের ফলে এরই মধ্যে দেশের ৮৭ ভাগ মানুষের কাছে নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হয়েছে এবং ২০২১ সালের মধ্যে এ হার শতভাগে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। রাজধানী ঢাকায় নতুন নতুন খাল খননের পাশাপাশি পুরনো খাল সংস্কার ও জলাধার সংরক্ষণের উদ্যোগের কথাও জানান শেখ হাসিনা। পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার জন্য ১০০ বছর মেয়াদি বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ নামে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040