কর সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেছে ব্রিক্স দেশগুলো
  2017-07-28 14:47:41  cri
জুলাই ২৮: ব্রিক্স দেশগুলোর কর অধিদপ্তরের মহাপরিচালকরা গতকাল (বৃহস্পতিবার) চীনের হাংচৌ'তে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে ব্রিক্স দেশগুলোর ৫টি কর বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা যৌথভাবে ব্রিক্সের কর সহযোগিতার প্রথম দলিল-'ব্রিক্স দেশগুলোর কর সহযোগিতামূলক স্মারকে' স্বাক্ষর করেছেন। এতে প্রথমবার ব্রিক্স দেশগুলোর কর সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ব্রিক্স দেশগুলোর শীর্ষনেতাদের সিয়া মেন বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারীরা জি টোয়েন্টি'র কর সংস্কারকে কেন্দ্র করে ব্রিক্স দেশগুলোর বহুপক্ষীয় কর সহযোগিতা ও কর আদায়ের দক্ষতা উন্নয়নসহ নানা বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন।

চীনের কর অধিদপ্তরের মহাপরিচালক ওয়াং চুন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চলতি বছর ব্রিক্স দেশগুলোর সহযোগিতার দ্বিতীয় দশক এবং কর সহযোগিতার পঞ্চম বছর। এটি ব্রিক্স দেশগুলোর কর সহযোগিতার এক নতুন সূচনা। কর সহযোগিতায় চালিকাশক্তি যোগানো, নতুন ক্ষেত্র সম্প্রসারণ এবং ব্রিক্স দেশগুলোর অভিন্ন সমৃদ্ধি ও বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীন বিভিন্ন দেশের সঙ্গে বড় অবদান রাখতে চায়। (ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040