ব্রিকস সদস্য দেশসমূহের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দুই-দিন ব্যাপী সম্মেলন সমাপ্ত
  2017-07-27 19:29:00  cri

জুলাই ২৭: ব্রিকস সদস্য দেশসমূহের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দুই- দিন ব্যাপী সম্মেলন চীনের ছুং ছিং শহরে আজ শেষ হয়েছে। সম্মেলনে '২০১৭ ব্রিকস সদস্য দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সম্মেলনের ঘোষণা' এবং চারটি সিদ্ধান্ত দলিল গৃহীত হয়।

সম্মেলনে চীনা মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইন ওয়ে মিন তাঁর বক্তৃতায় বলেন, বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি দিন দিন উন্নতি হচ্ছে। অর্থনৈতিক কাঠামো ও জনমিতির গঠন পরিবর্তনসহ নানা প্রবণতা কর্মক্ষেত্রে এনেছে নতুন দাবি ও চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত্ ঐকমত্যের ভিত্তিতে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা।

ব্রিকস সদস্য দেশসমূহের মধ্যে কর্মসংস্থান বিষয়ক বাস্তব সহযোগিতা জোরদার এবং জনগণের কল্যাণ নিশ্চিতে ইন ওয়ে মিন ৫টি প্রস্তাব দেন। প্রথমত,কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেওয়া; দ্বিতীয়ত, দক্ষতার প্রশিক্ষণ এবং এর মাধ্যমে দারিদ্র দূর করা; তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা; চতুর্থত,কর্মসংস্থান ক্ষেত্রে সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠতর করা এবং গবেষণার সুফল ভাগাভাগি করা; পঞ্চমত, পদ্ধতিগত ব্যবস্থা শক্তিশালী করা এবং সহযোগিতার পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম গড়ে তোলা।

(শিশির/ মহসীন/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040