দেশে কারিগরি শিক্ষার হার ১৪ শতাংশে উন্নীত হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2017-07-27 18:30:58  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে কারিগরি শিক্ষার হার ১৪ শতাংশে উন্নীত হয়েছে। ২০৪০ সালে তা ৫০ শতাংশে পৌঁছবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইডিইবি-সিপিএসসির আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরাকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসডিজি বাস্তবায়নে এমডিজির মতো সাফল্যের পুনরাবৃত্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এদিকে গণভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতার কারণেই দেশের মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040