হামবানতোতা বন্দরে শ্রীলংকা ও চীনের বিশেষ পরিবহন চুক্তির অনুমোদন দিয়েছে লংকান মন্ত্রিসভা
  2017-07-26 14:44:19  cri
জুলাই ২৬: শ্রীলংকার বন্দর পরিবহনমন্ত্রী মাহিন্দা সামারাসিংহে মঙ্গলবার কলম্বোতে জানিয়েছেন, দেশটির হামবানতোতা বন্দরে শ্রীলংকা ও চীনের বিশেষ পরিবহন চুক্তির অনুমোদন দিয়েছে লংকান মন্ত্রিসভা। আগামী শুক্রবার এ চুক্তিটি যাচাই করবে লংকান পার্লামেন্ট।

এদিন এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শ্রীলংকা ও চীনের যৌথ উদ্যোগে দু'টি জয়েন্ট কোম্পানি প্রতিষ্ঠিত হবে। হামবানতোতা আন্তর্জাতিক বন্দর গ্রুপ লিমিটেড কোম্পানি ও হামবানতোতা আন্তর্জাতিক বন্দর সেবা লিমিটেড কোম্পানি বন্দরের ব্যবসায়িক ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিচালনা করবে।

মন্ত্রী আরো বলেন, এ চুক্তির মেয়াদ ৯৯ বছর। ১০ বছর পর দু'পক্ষ আরও মূলধন সমন্বয় করবে। চূড়ান্তভাবে দু'পক্ষের ইকুইটি সমান থাকবে।

উল্লেখ্য, হামবানতোতা বন্দর শ্রীলংকার দক্ষিণে অবস্থিত। কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে এটি '২১ শতকের সামুদ্রিক রেশমপথ' কাঠামোতে চীন ও শ্রীলংকার পারস্পরিক কল্যাণকর সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040