বেইজিংয়ে তারুণ্য উন্নয়ন নিয়ে ব্রিক্স দেশগুলোর যুব সমাবেশ
  2017-07-26 11:22:12  cri
জুলাই ২৬: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা-এ ৫টি ব্রিক্স দেশের ৫০ জন যুবক গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে 'যুবকদের নব্যতাপ্রবর্তন ও বিশ্বব্যাপী প্রশাসনে দায়িত্ব' নিয়ে আলোচনার লক্ষ্যে মিলিত হন।

একই দিন ২০১৭ সালের ব্রিক্স দেশগুলোর যুব ফোরাম উদ্বোধন হয়। তিনদিনব্যাপী এ ফোরামের প্রতিপাদ্য হচ্ছে 'অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা এবং যুব উন্নয়ন বেগবান'। ব্রিক্স দেশগুলোর বিভিন্ন ক্ষেত্রের যুব পর্যায়ের ২০ জন শ্রেষ্ঠ প্রতিনিধি এতে যোগ দেন।

তারা নতুন যুগে বিভিন্ন দেশের যুবসম্পর্কিত নীতির গুরুত্ব ও বৈচিত্র্য, ব্রিক্স দেশগুলোর যুবকদের নব্যতাপ্রবর্তন ও কর্মসংস্থান সৃষ্টি এবং বিশ্বব্যাপী প্রশাসনে ব্রিক্স দেশগুলোর যুবকদের দায়িত্ব'সহ নানা বিষয়ে মতবিনিময় করছেন। অবশেষে ২০১৭ সালের ব্রিক্স দেশগুলোর যুব ফোরামের কার্যক্রম প্রকাশিত হবে। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040