ভারতে 'এ' টাইপের এইচ১এন১ ফ্লু'তে ৬০০ জনের মৃত্যু
  2017-07-25 19:01:15  cri
জুলাই ২৫: ভারতে আবার 'এ' টাইপের এইচ১এন১ ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দৈনিক 'ইন্ডিয়া টাইমস' সূত্রে গতকাল (সোমবার) জানা যায়, এ পর্যন্ত গোটা ভারতে এই রোগে নিবন্ধিত রোগীর সংখ্যা ১২ হাজার ৫ শ'। এই রোগে ভুগে এখন পর্যন্ত মারা গেছেন ৬০০ জন।

দেশটির সবচে' গুরুতর আক্রান্ত এলাকা মহারাষ্ট্র রাজ্য। এখানে এখন পর্যন্ত মারা গেছে ২৮৪জন । দ্বিতীয় আক্রান্ত অঞ্চল গুজরাট রাজ্যে মৃতের সংখ্যা ৭৫জন। কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, ৯ জুলাই পর্যন্ত রাজধানী নয়াদিল্লীতে এই ফ্লু'তে আক্রান্ত ২৪১জন রোগীর মধ্যে ৪ জন মারা গেছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মহারাষ্ট্র রাজ্যে ফ্লু নিয়ে তদন্ত করতে ইতোমধ্যেই টিম গঠন করেছে ভারতীয় সরকার।

(ওয়াং হাইমান/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040