স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী
  2017-07-25 11:20:20  cri

সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সাহিত্য ও সংস্কৃতি'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

বন্ধুরা, প্রথমে চীনা অভিনেত্রী চৌ সুনের আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের শুভেচ্ছাদূত নিয়োগ সম্বন্ধে একটি প্রবন্ধ শুনবেন।

১৬ জুলাই সন্ধ্যায় বেইজিং অলিম্পিক সেন্টারে অনুষ্ঠিত 'ওয়ান নাইট ফর চিলড্রেন' কনসার্টে আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চীনের অভিনেত্রী চৌ সুনকে আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের শুভেচ্ছাদূত নিযুক্ত করার কথা ঘোষণা করে। দু'পক্ষ এক সাথে বিশেষ অলিম্পিক গেমসের উন্নয়ন এগিয়ে নিয়ে যাবার কথা জানায়। সেই সঙ্গে প্রতিবন্ধীদের অলিম্পিক গেমসে অংশ নেওয়ার জন্য সুবিধাজনক শর্ত সৃষ্টি করার আশা প্রকাশ করেন তারা।

কনসার্টে ৪ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলো। তাছাড়া সারা দেশের ১.৫ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী লাইভ অনলাইন অনুষ্ঠান উপভোগ করে। আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের পূর্ব এশিয়াবিষয়ক সভাপতি কু সু হাং চৌ সুনের হাতে নিয়োগপত্র তুলে দেন।

আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের চেয়ার

ম্যান টিম শ্রিভার এবং ইয়াও মিং, কুয়ান ইং সান, ভেনেসা উইলিয়ামস ও লি নাসহ অনেক শুভেচ্ছাদূত এবং পরিচালক ভিডিওয়ের মাধ্যমে চৌ সুনকে স্বাগত জানান।

আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের চেয়ারম্যান টিম ভিডিওতে বলেন, "আমি খুব খুশী যে চৌ সুন আমাদের বড় পরিবারে যোগ দিয়েছেন। আমরা এক সাথে প্রতিবন্ধীদের জন্য আরো সমান ও অন্তর্ভুক্তিমূলক একটি আন্তর্জাতিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবো।" চৌ সুন বলেন, "আমি খুব খুশী যে আমি আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের শুভেচ্ছাদূত পরিবারের সদস্য হয়েছি। প্রতিটি বাচ্চা সমানভাবে গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের যৌথ চেষ্টায় আন্তর্জাতিক সমাজ বিশেষ শিশুদের শিক্ষায় গুরুত্ব দেবে। আমরা তাদের জন্য আরো সমান ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করবো।"

২০১৪ সাল থেকে প্রতি বছরের ১৬ জুলাই বিশেষ শিশুদের জন্য একটি কনসার্টের আয়োজন করেন চৌ সুন। তাছাড়া এবারের কনসার্টে তিনি শাংহাই ছিয়াং নিং প্রাথমিক বৃত্তিমূলক স্কুলের এক মানসিক প্রতিবন্ধী ছাত্র ইয়ু থিয়েন লিকে চীনের বিখ্যাত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশনার জন্য আমন্ত্রণ জানান। তাদের পরিবেশনা উপস্থিত শিল্পী ও দর্শকদের তুমুল করতালি লাভ করে।

জানা গেছে, এ কনসার্টের অর্জিত সব আয় 'ওয়ান নাইট ফর চিলড্রেন' নামের আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের শাংহাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত বিশেষ তহবিলে দান করা হবে।

সুপ্রিয় বন্ধুরা, চৌ সুনের আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক গেমসের শুভেচ্ছাদূত নিয়োগ সম্পর্কিত প্রবন্ধ এখানে‌ই শেষ।

এবার শুনুন মস্কোয় প্রাচীন 'বেইজিং তিথান মন্দির মেলা' শিরোনামে একটি সাংস্কৃতিক প্রবন্ধ।

গত মাসের মাঝামাঝি সময়ে মস্কোর সবচেয়ে জনসমাগম এলাকায় চিত্তাকর্ষক প্রাচীন 'বেইজিং তিথান মন্দির মেলা' শুরু হয়। মেলায় অনেক বৈশিষ্ট্যময় চীনা স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকজ চারু ও কারুশিল্প প্রদর্শিত হয়। বিস্তারিত শুনবেন সিআরআই'র প্রতিবেদনে।

'বেইজিং তিথান মন্দির মেলা' চীনের চারটি বিখ্যাত মন্দির মেলার অন্যতম। এটি চীনের সবচেয়ে স্ববৈশিষ্ট্যসম্পন্ন, জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী উত্সব। চলতি বছর 'তিথান মন্দির মেলা' মস্কোয় অনুষ্ঠিত হয়। মেলার আয়োজক সংস্থার অন্যতম বেইজিং ওরিয়েন্টাল মিয়াও হুই আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগ কোং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইয়েন মিং চাও পরিচয় করিয়ে বলেন, ৪০টি ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি এবার 'তিথান মন্দির মেলা বিশ্বব্যাপী সফর-- মস্কো ট্রিপ ২০১৭' অনুষ্ঠানে প্রদর্শিত হয়। এতে রয়েছে স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী লোকজ চারু ও কারুশিল্প এবং সমসাময়িক সাংস্কৃতিক নতুনত্ব প্রকল্প ইত্যাদি। তাছাড়া নাটক, বেইজিং পর্যটন এবং স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের ক্লাসরুমসহ বিভিন্ন আকর্ষণীয় বিষয়বস্তু রয়েছে। ইয়েন বলেন,

 

"আমরা আশা করি এবারের অনুষ্ঠানের মাধ্যমে আমরা মস্কোর নাগরিকদের কাছে চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রচার করতে পারবো। এবারের প্রচারিত সাংস্কৃতিক প্রকল্পের হাজার হাজার উন্নয়নের ইতিহাস আছে। এখন পর্যন্ত যা চীনে অনেক জনপ্রিয়।"

'স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী' এবারের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি পর্ব। এতে কাগজ কেটে তৈরি করা ছবি, ঘুড়ি, সিল্ক ফুলসহ বিভিন্ন স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য দেখা যায়।

৭ বছর বয়স্ক মেয়ে মার্শা প্রথম বারের মত মন্দির মেলা পরিদর্শন করে। তার জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো চীনা হস্তলিপিশিল্প। সে বলে,

"আমি চীন পছন্দ করি। ছয় মাস আগে আমি আমার চীনা শিক্ষকের কাছে চীনাভাষা শিখতে শুরু করি।"

মন্দির মেলা মস্কোর জনগণের কাছে চীনের স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোক সংস্কৃতি জানার জন্য খুব ভালো একটি সুযোগ দিয়েছে। অনেক ছাত্রছাত্রী চীনা ভাষা শিখছে, সেজন্য এ মন্দির মেলা তাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ।

তাদের মধ্যে এক রুশ ছাত্রী জানায়,

 

"আমার নাম আনাসতাসিয়া। গত বছর আমি চীনে লেখাপড়া করেছি। দেশে ফেরার পর জানতে পারি এবার মন্দির মেলা মস্কোয় আয়োজিত হবে। এখানে এসে যেন আবার চীনে থাকার মত। চীনা সংস্কৃতি আমি খুব পছন্দ করি। এবার এ মেলা থেকে আমি অনেক হস্তশিল্পজাত দ্রব্য কিনেছি।"

আলেকজান্ডার বলে, "মন্দির মেলায় আমরা চীনা শিল্পীর হস্তশিল্পজাত দ্রব্য তৈরির প্রক্রিয়া উপভোগ করেছি। অনেক মজা।"

সম্প্রতি বছরগুলোতে 'তিথান মন্দির মেলা' বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। জার্মানি, থাইল্যান্ড, রাশিয়া ও বুলগেরিয়াসহ বিভিন্ন দেশে চীনের স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য, লোক সংস্কৃতি ও পর্যটনসম্পদসহ বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে। বিদেশিরা আরো বেশি চীনা সংস্কৃতি জানতে পারলে, চীন ও তাদের দেশ ও জনগণের মৈত্রী ও সমঝোতা আরো গভীর হবে।

বন্ধুরা, এখন শুনুন আমার সহকর্মী টুটুলের উপস্থাপনায় দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পর্ব।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ান। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040