পিএইচডি গবেষক সৈয়দ মওদুদ-উল-হক ও মাস্টার্সের শিক্ষার্থী রোকসানা বন্যার সাক্ষাত্কার
  2017-07-24 19:09:16  cri

 


সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র বাংলা বিভাগের 'বিদ্যাবার্তা' অনুষ্ঠানে আজ আপনারা চীনের উহানের হুয়াচোং ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (হাস্ট)-র পিএইচডি গবেষক সৈয়দ মওদুদ-উল-হক ও চায়না ইউনিভার্সিটি অব জিওসাইন্সেসের মাস্টার্সের শিক্ষার্থী রোকসানা বন্যার সাক্ষাত্কার শুনবেন।

সৈয়দ মওদুদ-উল-হক বাংলাদেশের টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। তিনি হাস্টে 'কর্পোরেট গভার্নেন্স' বিষয়ে পিএইচডি করছেন।

রোকসানা বন্যা এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করছেন। তারা দু'জন স্বামী-স্ত্রী। সিআরআই বাংলার অনুষ্ঠানে আজ আমরা তাদের গল্প শুনবো।

প্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn।

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে না পারলে বা শুনতে মিস করলে বাংলা বিভাগের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040