সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি নেতার গোর্খাল্যান্ডকে ভারতের ৩০তম রাজ্য হিসেবে প্রচার
  2017-07-23 18:39:31  cri

ভারতের উত্তরবঙ্গের বিজেপির এক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের এক পোস্টে গোর্খাল্যান্ডকে ভারতের ৩০তম রাজ্য হিসেবে প্রচার করেছেন।

ওই পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে গোর্খাল্যান্ডকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই পোস্টের পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শিলিগুড়ির বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি নন্দন দাসকে। তিনি কেন এ পোস্ট দিয়েছেন, তা জানতে চেয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।

নন্দন দাস জানিয়েছেন, তিনি আরেকজনের কাছ থেকে বার্তা পেয়ে তা যাচাই না করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়েছেন।

এদিকে, ভারতে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবীতে পাহাড়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ৩৮তম দিনে পড়েছে গতকাল। ভোরে জলঢাকা থানার কাছে পুলিশের তল্লাশি চৌকি পুড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। স্কুল-কলেজ বন্ধ। চা-বাগানগুলো বন্ধ রয়েছে ৪০ দিন। দাবী আদায়ে দার্জিলিং, কালিম্পং, মিরিক, কার্শিয়াঙে ১৩ জোট সমর্থক আমরণ অনশনে বসেছেন।

(সুবর্ণা/ মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040