বিমান পরিবহন ক্ষেত্রে চীনের সহযোগিতা চায় ইথিওপিয়া
  2017-07-23 18:08:04  cri

জুলাই ২৩: ইথিওপিয়ার পরিবহনমন্ত্রী আহমাদ শাহিদ সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থার সাথে একটি বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষা্তকারে তিনি বলেন, আফ্রিকায় বিমান চলাচলের সংযোগস্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে প্রচেষ্টা চালাচ্ছে ইথিওপিয়া। এ লক্ষ্য বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা করেন তিনি। আহমাদ শাহিদ বলেন, এর মাধ্যমে বিমান পরিবহন বিষয়ে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে পারবে তাঁর দেশ।বিমান পরিবহন ক্ষেত্র দু'দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ অবলম্বন মনে করেন তিনি।

আহমাদ শাহিদ বলেন, বর্তমানে ইথিওপিয়ান এয়ারলাইন্স এর গুরুত্বপূর্ণ গন্তব্যের অন্যতম চীন। চীনের বেইজিং,শাংহাই,কুয়াং চৌ,ছেং তু ও হংকং এর সাথে ইথিওপিয়ার নিয়মিত ফ্লাইট চালু আছে।

আহমাদ শাহিদ আরও বলেন, চীন বিশ্বের গুরুত্বপূর্ণ বিমান তৈরি কেন্দ্রে পরিণত হচ্ছে। ইথিওপিয়া চীনা তৈরি বিমানের ক্রেতা হতে চায় বলে আগ্রহ প্রকাশ করেন তিনি। তিনি জানান, রাজধানী আদ্দিস আবাবার উপকন্ঠে একটি বড় আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করার পরিকল্পনা করছে তাঁর দেশ। ইথিওপিয়ার পরিবহনমন্ত্রী এ প্রকল্পে চীনের সহযোগিতা কামনা করেন।

(শিশির/ মহসীন/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040