মার্কিন নৌবাহিনীতে নতুন প্রজন্মের বিমানবাহী জাহাজের যাত্রা শুরু
  2017-07-23 18:02:06  cri
জুলাই ২৩: গতকাল (শনিবার)মার্কিন নৌবাহিনীর নতুন প্রজন্মের প্রথম পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী জাহাজ 'জেরাল্ড ফোর্ড' আনুষ্ঠানিকভাবে ভার্জিনিয়ার নরফোক নৌ ঘাঁটিতে যাত্রা শুরু করেছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের স্মরণে বিমানবাহী এ জাহাজের নামকরণ করা হয়েছে।

২০০৯ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ শেষে গত মে মাসে মার্কিন নৌবাহিনীর কাছে তা হস্তান্তর করা হয়। জাহাজটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১ হাজার ৩০০ কোটি বা ১৩ বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ'দিন আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে বিমানবাহী এ জাহাজ নির্মাণকে অতুলনীয় সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন। অনুষ্ঠানে ট্রাম্প ২০১৮ অর্থবছরে বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ আরো ৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার বাড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন বহরে বিগত ৪০ বছরে এটিই নতুন প্রজন্মের প্রথম বিমানবাহী জাহাজ। তাই ধারণা করা হচ্ছে জাহাজটি বর্তমানে বিশ্বে সবচে উন্নত। মার্কিন বাহিনীর সূত্রে জানা গেছে, বিমানবাহী জাহাজ জেরাল্ড ফোর্ড এর অনুমিত আয়ুস্কাল ৫০ বছর। জাহাজটির দৈর্ঘ্য ৩৩৭ মিটার, উচ্চতা ৭৬ মিটার। বিমান চলাচলের ডেকের দৈর্ঘ্য ৭৮ মিটার। এটি ৭৫টি যুদ্ধ বিমান বহনে সক্ষম।

(সুবর্ণা/মহসিন/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040