রাশিয়াসহ তিনটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করবে যুক্তরাষ্ট্র
  2017-07-23 15:12:46  cri
জুলাই ২৩: মার্কিন কংগ্রেস গতকাল(শনিবার) জানিয়েছে, সিনেট আর প্রতিনিধি পরিষদের যৌথ উদ্যোগে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ বিষয়ক একটি বিল প্রণয়ন করা হবে। বিলটি গৃহীত হলে তা অনুমোদনের জন্য এ মাসের শেষের দিকে প্রেসিডেন্টের কাছে পাঠানো হতে পারে।

বিলে রাশিয়ার বিরুদ্ধে শাস্তি সম্পর্কে প্রেসিডেন্টের ক্ষমতাও সীমিত করার প্রস্তাব করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাশিয়ার ওপর শাস্তি কমানো বা জব্দ করা রুশ সম্পত্তি ফেরত দেওয়া বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে কংগ্রেসের কাছে প্রতিবেদন দিতে হবে প্রেসিডেন্টকে। তাছাড়া, বিলটিতে প্রেসিডেন্টের সিদ্ধান্তে ভেটো ক্ষমতা প্রয়োগে কংগ্রেসকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী আগামী মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিলের ওপর ভোট অনুষ্ঠিত হবে। বিলটি গৃহীত হলে তা সিনেটে যাবে। উভয় কক্ষে গৃহীত হলে নিয়ম অনুযায়ী বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পেশ করা হবে। তিনি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

গত বছরের নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ ও মস্কোতে কর্মরত মার্কিন কূটনীতিবিদদের ওপর চাপ প্রয়োগ করার কারণে রুশ গোয়েন্দা সংস্থা আর রুশ ফেডারেল নিরাপত্তা ব্যুরোসহ ৫টি প্রতিষ্ঠান ও ৪ জন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় মার্কিন সরকার। একই সাথে ৩৫ জন রুশ কূটনীতিক আর তাদের আত্মীয়স্বজনকে বহিষ্কার করে। নিউইয়র্ক আর ম্যারিল্যান্ডে রুশ সরকারের দু'টি স্থাপনা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র সরকার।

(সুবর্ণা/মহসিন/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040