ইসরাইলের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  2017-07-22 19:19:31  cri
জুলাই ২২: ফিলিস্তিন কর্তৃপক্ষ গতকাল (শুক্রবার) রাতে ইসরাইল সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশের প্রেসিডেন্ট মাহম্মদ আব্বাস। জেরুজালেমের টেম্পল মাউন্টে ইসরাইলের গৃহীত ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন জর্ডান নদীর পশ্চিম তীরে রামাল্লায় প্রেসিডেন্ট ভবনে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল আর নিরাপত্তা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক আয়োজন করেন আব্বাস। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ইসরাইলের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি। আব্বাস বলেছেন, ইসরাইল নিরাপত্তার অজুহাতে টেম্পল মাউন্টে মেটাল ডিটেক্টর দরজা স্থাপন করেছে যা শান্তি প্রক্রিয়ার লঙ্ঘন। এ ব্যাপারে সমর্থন পেতে সৌদি আরব,মিশর ও জর্দানের নেতৃবৃন্দ এবং আরব ইউনিয়নের সাথে যোগাযোগ করেছেন মাহমুদ আব্বাস।

একই দিনে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে যে, জর্ডান নদীর পশ্চিম তীরে এক ইহুদী বসতিতে সন্ধ্যা বেলায় ফিলিস্তিনী কর্তৃক ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন ইসরাইলি নিহত ও একজন আহত হয়েছে।

উল্লেখ্য, ১৪ জুলাই তিন জন ইসরাইলি পুলিশ টেম্পল মাউন্টের বাইরে গুলিবর্ষণে শিকার হন। তাদের মধ্যে দু'জন নিহত হন। এ হামলার পর টেম্পেল মাউন্টের কাছে আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছিল ইসরাইল। পরে টেম্পল মাউন্টে প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দরজা আর ক্যামেরা স্থাপন করেছে ইসরাইলী সেনাবাহিনী। এ সিদ্ধান্ত মুসলমানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।(সুবর্ণা/মহসিন/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040