ফিলিস্তিন ও ইসরাইলের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
  2017-07-22 19:00:45  cri

জুলাই ২২: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছেন, জেরুজালেম শহরের পুরাতন অংশে বার বার সংহিস ঘটনা ঘটায় তিনি উদ্বিগ্ন। জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিন ও ইসরাইল দু'পক্ষকে সংযম বজায় রেখে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইসরাইলের পুলিশ বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে শুক্রবার পূর্ব জেরুজালেম ও জর্ডান নদীর পশ্চিম তীরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন গুতেরেস। তিনি যত দ্রুত সম্ভব ঘটনার সার্বিক তদন্ত শুরু করার আহবান জানিয়েছেন। গুতেরেস পুনরায় বলেন যে, ধর্মীয় পবিত্র জায়গায়কে সকলের সম্মান করা উচিত্।

অন্য এক বিবৃতিতে এ'দিন জর্ডান নদীর পশ্চিম তীরে একজন ফিলিস্তিনির ছুরি নিয়ে ইসরাইলিদের ওপর আক্রমনের ঘটনার নিন্দা জানিয়েছেন গুতেরেস। এতে ৩ জন ইসরাইলি নিহত ও ১ জন আহত হয়েছে। বিবদমান পক্ষগুলোর প্রতি সংঘর্ষ তীব্রতর না করা ও সহিংস আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

(শিশির/ মহসীন/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040