৪৬তম ফ্লোরেন্স নাইটিংগেল পদক পেলেন ছয় জন চীনা নার্স
  2017-07-21 19:27:09  cri

জুলাই ২১: ছয় জন চীনা নার্সকে ৪৬তম ফ্লোরেন্স নাইটিংগেল পদক দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) বেইজিংয়ের মহা গণভবনে অনুষ্ঠিত হয় এ পদক বিতরণ অনুষ্ঠান। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, দেশের ভাইস প্রেসিডেন্ট, চীনের রেড ক্রস সোসাইটির অনারারি চেয়ারম্যান লি ইউয়ান ছাও এ সময় উপস্থিত ছিলেন।

ফ্লোরেন্স নাইটিংগেল পদক রেড ক্রস সোসাইটির একটি সম্মাননা পুরস্কার। মানবকল্যাণে অসাধারণ অবদানের শ্রেষ্ঠ নার্সদের জন্য সর্বোচ্চ গৌরবময় পদক এটি। চলতি বছর ২২টি দেশের ৩৯ জন নার্স এ পুরস্কার পেয়েছেন।

চীনের ছয় বিজয়ী নার্স পেশায় সিনিয়র কর্মী। তারা নার্সিং খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তারা বই লিখেছেন, নানা প্রয়োজনে বিশেষ অবদান রেখেছেন এবং চীনের জন্য অনেক পুরস্কারও অর্জন করেছেন।

চীনের রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান চেন চু তার ভাষণে বিজয়ীদের উচ্চ মূল্যায়ন করেন। তিনি আশা করেন, সেবা খাতে চীনের নার্স এবং রেড ক্রস সোসাইটির কর্মীরা বিজয়ীদের দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করবে এবং নাইটিংগেলের মর্ম প্রচার করবে। তারা স্বাস্থ্য ও চিকিত্সা খাতে সংস্কার ও উন্নয়ন এগিয়ে নেবে এবং জনস্বাস্থ্য ও জনকল্যাণে নতুন অগ্রগতি অর্জন করবে বলেও আশা করেন তিনি।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040