আইএমএফ গ্রিসকে ১৮০ কোটি মার্কিন ডলার শর্তসাপেক্ষ ঋণ দেবে
  2017-07-21 19:21:46  cri

জুলাই ২১: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফে'র কার্যনির্বাহী পর্ষদ গতকাল (বৃহস্পতিবার) গ্রিসকে ১৮০ কোটি মার্কিন ডলার শর্তসাপেক্ষ ঋণের অনুমোদন দিয়েছে। দু'বছর পর আইএমএফ আবারো গ্রিসকে এ উদ্ধার ঋণের অনুমোদান দিলো।

এদিন আইএমএফ এক বিবৃতিতে জানায়, এ ঋণের পূর্বশর্ত হলো, কেবল ইউরোপীয় পাওনাদার গ্রিসকে নির্দিষ্ট ও নির্ভরযোগ্য ঋণ মওকুফ দিয়ে গ্রিসের ঋণ বহনের যোগ্যতা তৈরির পর আইএমএফ গ্রিসকে ঋণ দেবে। এ ঋণের মেয়াদ আগামী বছরের ৩১ অগাস্ট পর্যন্ত।

আইএমএফ এর প্রেসিডেন্ট ক্রিস্টিনা লাগার্দে এক বিবৃতিতে বলেন, গ্রিস সরকারের উত্থাপিত নতুন অর্থনৈতিক সংস্কার প্রস্তাব দেশটির কাঠামোগত সংস্কার জোরদার করবে ও অর্থনৈতিক বৃদ্ধি অগ্রসর করবে। গ্রিস ও ইউরোপীয় পাওনাদারদের মধ্যে অবিলম্বে ঋণ মওকুফ প্রস্তাবে মতৈক্য হবে বলে ধারণা করা হচ্ছে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040