চীনে বন্যা ও টাইফুন মোকাবিলায় জরুরি অবস্থা চালু
  2017-07-21 19:17:37  cri

জুলাই ২১: বৃহস্পতিবার সকাল ১১টায় চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ দপ্তর বন্যা প্রতিরোধের চতুর্থ মাত্রার জরুরি অবস্থা চালু করেছে। সোং হুয়া চিয়াং নদীর বন্যা প্রতিরোধ কেন্দ্র বন্যা প্রতিরোধের তৃতীয় শ্রেণীর জরুরি অবস্থা চালু করেছে। চিলিন প্রদেশ দ্বিতীয় মাত্রার জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে, চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ দপ্তর বিভিন্ন অঞ্চলকে ভালোভাবে বন্যা, খরা ও টাইফুন প্রতিরোধ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যার ক্ষয়ক্ষতি কমানোর আদেশ দিয়েছে।

বৃহস্পতিবার চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ দপ্তরের উপপ্রধান, জলসেচমন্ত্রী চেন লেই আলোচনা সভায় জোর দিয়ে বলেন, জুলাই ও অগাস্ট মাস হলো বন্যা প্রতিরোধের গুরুত্বপূর্ণ সময়। এ সময় গুরুতর বন্যার আশঙ্কা রয়েছে। সম্প্রতি আবহাওয়া জটিল আকার ধারণ করেছে। বিভিন্ন অঞ্চলে ঘন ঘন প্রবল বৃষ্টি হচ্ছে। বন্যা ও টাইফুন প্রতিরোধ করা এখন একটি চ্যালেঞ্জ।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040