ভারতের নতুন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ
  2017-07-21 14:02:41  cri
জুলাই ২১: ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী দলিত নেতা রাম নাথ গোভিন্দ। গতকাল (বৃহস্পতিবার) ভারতের নির্বাচন কমিশন এ তথ্য ঘোষণা করে।

নির্বাচনে কোভিন্দ ৭০২,০৪৪ (৬৫.৬৫ শতাংশ) ও বিরোধী দলীয় প্রার্থী মীরা কুমার ৩৬৭,৩২৪ (৩৪.৩৫ শতাংশ) ভোট পেয়েছেন। গতকাল সকালে ১১টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ভারতের লোকসভা, রাজ্যসভা, এবং বিভিন্ন রাজ্যের পার্লামেন্টগুলোতে ভোটগ্রহণ করা হয়।

উল্লেখ্য, কে আর নারায়াণের পর রাম নাথ কোভিন্দ হচ্ছেন দ্বিতীয় দলিত নেতা যিনি ভারতের রাষ্ট্রপতি হলেন। ৭১ বছর বয়ষ্ক কোভিন্দ হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে ১৫ বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১৫ সাল থেকে তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040