প্রথম দফা চীন-মার্কিন অর্থনৈতিক সংলাপ সফল হয়েছে: চীন
  2017-07-20 19:33:04  cri

জুলাই ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সদ্যসমাপ্ত প্রথম দফা চীন-মার্কিন অর্থনৈতিক সংলাপ সফল হয়েছে। এটি একটি উদ্ভাবনশীল, বাস্তব ও গঠনমূলক সংলাপ। দু'পক্ষের মতৈক্য এবং সংলাপে অর্জিত সুফল চীন ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সহযোগিতার মজবুত ভিত্তি স্থাপন করেছে।

উল্লেখ্য, প্রথম দফা চীন-মার্কিন সার্বিক অর্থনৈতিক সংলাপ গতকাল ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। লু খাং বলেন, সংলাপে দু'পক্ষ চীন-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতার একশ' দিন ও এক বছরের পরিকল্পনা, বিশ্ব অর্থনীতি ও সংস্কার, সামষ্টিক আর্থিক নীতি ও আর্থিক শিল্প এবং কৃষিসহ নানা বিষয়ে গভীর আলোচনা করেছে এবং ব্যাপক মতৈক্যে পৌঁছেছে।

লু খাং বলেন, 'দু'পক্ষ মনে করে, এ সংলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো চীন-মার্কিন অর্থনৈতিক সহযোগিতার সঠিক দিক নির্ধারণ। অর্থাত্ সহযোগিতার মাধ্যমে উভয়ের জয় পারস্পরিক অর্থনীতি ও বাণিজ্যের উন্নয়নের মৌল নীতি হিসেবে নির্ধারিত হয়েছে।

লু খাং বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রস বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একশ' দিনের পরিকল্পনার অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্র দু'দেশের শীর্ষনেতাদের স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়নে চীনের সঙ্গে অব্যাহত প্রচেষ্টা চালাবে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040