আরসিইপির ১৯তম আলোচনায় আসিয়ানকে সমর্থন দেবে চীন
  2017-07-20 19:30:00  cri

জুলাই ২০: আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক চুক্তি বা আরসিইপি'র ১৯তম আলোচনা ২৪ জুলাই ভারতে অনুষ্ঠিত হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফাং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেছেন, চীন বরাবর এ আলোচনায় আসিয়ানের কেন্দ্রীয় লক্ষ্যকে সমর্থন করে এবং অধিকাংশ সদস্যের সুবিধার কথা চিন্তা করে। এর আগে ২০১৭ সালের মধ্যে আরসিইপি আলোচনা বাস্তবায়নের প্রস্তাব করেছে আসিয়ান।

এদিন বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে কাও ফাং এসব কথা বলেছেন। তিনি বলেন, দ্রুত একটি আধুনিক, সার্বিক ও মানসম্মত এবং পারস্পরিক সুবিধাজনক চুক্তি স্বাক্ষরের জন্য প্রচেষ্টা চালাবে চীন। এ দফা আলোচনায় অংশগ্রহণকারী ১৬টি পক্ষ কেন্দ্রীয় বাজার সম্পর্কিত সমস্যা নিয়ে গভীরভাবে আলোচনা করবে এবং পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে।

আরসিইপি বর্তমান বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত অর্থনীতি নিয়ে আলোচনা করে। এর আওতাধীন অঞ্চল ও জনসংখ্যা সবচেয়ে বেশি। তাই এটি আঞ্চলিক অবাধ বাণিজ্য চুক্তির আলোচনা। এর সদস্যদের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা, উন্নয়নের পর্যায়, অর্থনীতি, উন্মুক্তকরণের মানসহ নানা ক্ষেত্রে বিরাট ব্যবধান রয়েছে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040