মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা পালন করবে বেইজিং: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2017-07-20 18:54:55  cri
জুলাই ২০: বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে এবং পরিস্থিতি সঠিক খাতে প্রবাহিত করতে আন্তর্জাতিক সমাজকে নিয়ে যৌথ প্রচেষ্টা চালাবে। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

সম্প্রতি ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং তিউনিস,  কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী  ধারাবাহিকভাবে চীন সফর করেছেন। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্য সমস্যায় চীন যথেষ্ট তত্পর। এ বিষয়ে লু খাং বলেন,

মধ্যপ্রাচ্য অস্থিতিশীল থাকলে বিশ্বশান্তি সম্ভব না। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন সবসময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নকে গুরুত্ব দেয়। মধ্যপ্রাচ্য সমস্যায় ব্যক্তিগত কল্যাণ নয়, বরং সংশ্লিষ্ট দেশ ও জনকল্যাণ চীনের কাছে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দেশের নেতাদের চীন সফর থেকে বোঝা যায়, এসব দেশের সঙ্গে চীনের সহযোগিতা রয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040