ফোনালাপ করবেন রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষনেতারা
  2017-07-20 18:38:29  cri
জুলাই ২০: রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষনেতারা আগামী ২৪ জুলাই ফোনালাপ করবেন। গতকাল (বুধবার) ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা বা ওএসসিই'র বিশেষ প্রতিনিধি মার্টিন সাজদিক বেলারুশের রাজধানী মিনস্কে এ কথা জানান।

এদিন ইউক্রেন সমস্যা নিয়ে তিন পক্ষের যোগাযোগ গ্রুপ মিনস্কে বৈঠক করে। এরপর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সাজদিক বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের সমস্যা সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কো, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্‌খোঁ ফোনালাপ করবেন।

পূর্বাঞ্চলের যুদ্ধবন্দী বিনিময় নিয়ে সাজদিক বলেন, যুদ্ধবন্দীদের নাম-তালিকার পরীক্ষা বেশ জটিল। তবে তা সুষ্ঠুভাবে চলছে এবং এতে তিনি সন্তুষ্ট।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040