চীন-যুক্তরাষ্ট্র প্রথম দফা সার্বিক অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত
  2017-07-20 18:37:29  cri
জুলাই ২০: চীন-যুক্তরাষ্ট্রের প্রথম দফা সার্বিক অর্থনৈতিক সংলাপ গতকাল (বুধবার) ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং, মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রস সম্মেলনে সভাপতিত্ব করেছেন।

ওয়াং ইয়াং বলেন, চীন-যুক্তরাষ্ট্র সার্বিক অর্থনৈতিক সংলাপ ব্যবস্থা দুই প্রেসিডেন্টের বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার ও গুরুত্বপূর্ণ পুঁজি বিনিয়োগকারী দেশ। সহযোগিতাই হলো দু'পক্ষের একমাত্র সঠিক পথ।

সংলাপে দু'পক্ষ বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, আর্থিক সহযোগিতামূলক একশ' দিন ও এক বছরের পরিকল্পনা, বৈশ্বিক অর্থনীতি ও ব্যবস্থাপনা সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক শিল্প ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।

দু'পক্ষ মনে করে, এবারের সংলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো দুই দেশের আর্থিক সহযোগিতার সঠিক দিকনির্দেশনা দেওয়া। যা সহযোগিতামূলক কল্যাণ ও দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার মৌলিক নীতি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040