সংক্ষিপ্ত সংবাদ-০৭২০
  2017-07-20 15:03:42  cri
প্রাগ থেকে প্রথম মালবাহী ট্রেনের চীনের উদ্দেশে যাত্রা

গতকাল (বুধবার) প্রাগ থেকে প্রথম মালবাহী ট্রেনটি চীনের উদ্দেশে যাত্রা শুরু করে। নতুন এই রেলপথটি পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া, ও কাজাখস্তান হয়ে চীনের চেচিয়াং প্রদেশে প্রবেশ করেছে। প্রাগ থেকে চেচিয়াং আসতে ট্রেনটির ১৬ দিন লাগবে।

মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করলেন ইরানি প্রেসিডেন্ট

নতুন করে তার দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

গতকাল (বুধবার) তিনি বলেন, ইরান ছয় জাতির সাথে স্বাক্ষরিত পরমাণু চুক্তি মেনে চলছে। অথচ যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় তার নিজের দায়িত্ব পালন করছে না, বরং দ্বৈতনীতি অনুসরণ করছে।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবিলাসংক্রান্ত 'প্যারিস চুক্তি' থেকে বেরিয়ে এসেছে। এ থেকে প্রমাণিত হয় যে, অন্যান্য দেশের সাথে মিলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সক্ষম নয়।

নেপালের পর্যটনকর্মীদের চীনা ভাষা প্রশিক্ষণ ক্লাস শুরু

নেপালের পর্যটনকর্মীদের চীনা ভাষা প্রশিক্ষণ ক্লাস গতকাল (বুধবার) কাঠমান্ডুতে শুরু হয়েছে। নেপালে চীনা দূতাবাসের উদ্যোগে চীনা ভাষা শিক্ষা সমিতি ও নেপাল পর্যটন কমিশন যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চলছে এ প্রশিক্ষণ কার্যক্রম; চলবে ৬ মাস ধরে।

নেপালে চীনা দূতাবাসের কর্মকর্তা ইয়াং শি ছাও উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তার দেশ নেপালের সাথে পর্যটন খাতে সহযোগিতা জোরদার করতে চায়। চীনা প্রতিষ্ঠানগুলোকেও নেপালে পর্যটন খাতে বিনিয়োগে উত্সাহ দিচ্ছে বেইজিং। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040