নাফ্‌টা নিয়ে কানাডা ও মেক্সিকোর সাথে অগাস্টে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র
  2017-07-20 13:54:49  cri
জুলাই ২০: উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফ্‌টা) নিয়ে নতুন করে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এ ক্ষেত্রে প্রথম দফা আলোচনা হবে অগাস্টে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটথিজার গতকাল (বুধবার) এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম দফা আলোচনা ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। সহকারী বাণিজ্য প্রতিনিধি জন মেলে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

নাফ্‌টা নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্র দরকষাকষি করতে চাইছে মূলত মেক্সিকো ও কানাডার সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে। নাফ্‌টার ফলে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমে গেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই অভিযোগ করে আসছেন।

উল্লেখ্য, গত এপ্রিলে কানাডা ও মেক্সিকোর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর নাফ্‌টা বাতিল না-করে, এর শর্তগুলো নিয়ে নতুন করে দরকষাকষির সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার। গত ১৮ মে কংগ্রেসকে এ ইচ্ছার কথা অবহিতও করে ট্রাম্প প্রশাসন। ১৯৯৪ সালের পয়লা জানুয়ারি 'নাফ্‌টা' কার্যকর হয়েছিল। (জিনিয়া ওয়াং/মুক্তা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040