চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য উন্নয়নে আগ্রহী :বেইজিং
  2017-07-19 19:14:34  cri
জুলাই ১৯: চীন ও যুক্তরাষ্ট্রের প্রথম দফা সার্বিক অর্থনৈতিক সংলাপের শুরুতে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং বেইজিংয়ে বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছরে দু'দেশ আর্থ-বাণিজ্যিক খাতে ফলপ্রসূ সহযোগিতা করেছে। যা বিশ্ব অর্থনীতির জন্য কল্যাণকর। আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে মতভেদ ও বাণিজ্যিক সংঘাত সমাধান করা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সমস্যা সমাধান সম্ভব।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৯ জুলাই ওয়াশিংটনে দুই দেশের প্রথম দফা সার্বিক অর্থনৈতিক সংলাপ শুরু হয়। চীনের উপ-প্রধানমন্ত্রী ওয়াং ইয়াং, মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রস সম্মেলনে সভাপতিত্ব করেন। এ সংলাপের মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের বাস্তব অগ্রগতি অর্জন এবং সংশ্লিষ্ট অর্থনৈতিক সমস্যা দূর করার বিষয়ে কথা হয়েছে।

মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের নতুন অগ্রগতি দেখল আমরা আনন্দিত হই। তবে আরো গুরুত্বপূর্ণ হলো, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার অবিরাম, সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখা।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040