শ্রীলংকাকে ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে আইএমএফ
  2017-07-19 19:07:21  cri
জুলাই ১৯: শ্রীলংকাকে আবারও ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ।

গতকাল (মঙ্গলবার) লংকান মাঝারি ঋণ প্রকল্প পর্যালোচনার পর আইএমএফ দেশটিকে ঋণ সহায়তায় অর্থ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও শুল্কসহ ধারাবাহিক সংস্কারের প্রস্তাব দিয়েছে।

আইএমএফ'র উপ-মহাপরিচালক ফুরুশাওয়া বলেন, শ্রীলংকার চরম আবহাওয়া এবং বিশ্ব বাজার উত্তপ্ত হলেও অর্থনৈতিক উন্নয়নে লংকান সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এদিকে, ২০১৬ সালের এপ্রিলে শ্রীলংকাকে ১৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেয় আইএমএফ।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040