0707music
|
টুটুল: 'সঙ্গীত হলেই হলো' গানের কথা এমন, তুমি রক ও জ্যাজ নিয়ে প্রতিটি সড়কে হিপপপ করো। সঙ্গীত দিয়ে সাধারণ জীবন সজ্জিত করা হয়।সকালে ঘুম থেকে উঠি, উজ্জ্বল মধ্যরাত্রী, সুর নিয়ে বিশ্বের জন্য হাসির রঙ আঁকবো। সড়কে মানুষের সুখ আলিঙ্গন করি, যেখানে সেখানে ভবিষ্যত্। প্রতিটি দিন হলো ভ্যালেন্টাইন্স ও ক্রিসমাস দিবস, আনন্দে উদযাপন করি। হেডফোন পড়ে ঘরের বাইরে যাচ্ছি। গাড়ি চলে যাচ্ছে, মেজাজ কঠিন। এখন বন্ধুত্ব পুনরুদ্ধার হচ্ছে। এখন থেকে আমার মন সঙ্গীতের কাছে ছেড়ে দেবো। সঙ্গীতের সঙ্গে রক করি। আমি আনন্দের চাবি বহন করি'। আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।
(গান ১)
মুক্তা: বন্ধুরা, এর আগে আমরা কণ্ঠশিল্পী জিন জি ওয়েন'র পরিচয় দিয়েছি, মনে আছে আপনাদের? আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে জিন জি ওয়েন'র একটি নতুন গান শোনাবো। গানের শিরোনাম 'আমি মিস করি'। গানটি গত ১৬ জুন প্রকাশিত হয় ।
টুটুল: গানটির কথা এমন, 'সাকুরা ভূমি ঘিরে ফেলেছে। কালো এবং সাদা নির্বাক চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। আমি এখন বুঝেছি অন্য মানুষের মুখে মিস হলো কি। রাত ১২টা হয়েছে, কনভেনিয়েন্স দোকান অন্ধকার হয়েছে। তোমার পোষাক এখনো আমার বাড়িতে আছে। আমি যে শীতকাল মিস করি, তাতে কখনো তুষার ছিলো না। আমি যে আলিঙ্গন মিস করি, সেখানে তুমি ছিলে। আমি যে কফিশপ মিস করি, সেখানে আমাদের স্মৃতি রয়েছে। আমি তোমার সবকিছু মিস করি। আমি যে গ্রীষ্মকাল মিস করি, তখন গরম ছিলো না। আমি যে সড়ক মিস করি, সেখানে আমরা হাত ধরে হাটাহাটি করেছি। আমি যে চিরকাল মিস করি, তা তুমি বলেছিলে। এখন আমার কাছ থেকে তুমি কত দূর? নির্জন রাস্তায়, রাতের আকাশ তারাভরপুর। আমার আশা পুনরায় তোমার দুষ্টুমি দেখা'। আচ্ছা, বন্ধুরা এখন একসঙ্গে গানটি শুনবো।
(গান ২)
মুক্তা: বন্ধুরা, এখন আমি আপনাদেরকে 'নো ফিয়ার ইন মাই হার্ট' নামের গান শোনাবো। গেয়েছে ফু শু। ফু শু'র পরিচয় আগে আমরা আপনাদেরকে জানিয়েছি। 'নো ফিয়ার ইন মাই হার্ট' গানটি হলো একটি চলচ্চিত্রের থিম গান। এ গানটিও অনেক নতুন, ১৭ জুন প্রকাশিত হয়।
টুটুল: 'নো ফিয়ার ইন মাই হার্ট' গানের কথা হলো, 'তুমি কিসের আশ্রয়ে থাকো? তুমি কি ধরে রাখো? তুমি কাকে খুশি রাখতে চাও? এ উদাসীন বিশ্ব কখনো তোমার যত্ন নিয়েছিলো? তুমি দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেছো। তুমি সবকিছু হারিয়ে ফেলেছো। তুমি দুই হাত শক্ত করে ধরেছো। তোমার কি হাত ছেড়ে অন্ধকারে পড়ে যাওয়ার সাহস আছে? শুধু সময়কে চলে যেতে দাও। আস্তে আস্তে তুমি মিথ্যায় অভ্যস্ত হয়েছো...।
(গান ৩)
মুক্তা: বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করে দেবো। তিনি হলেন স্যু চিয়া ইং। তিনি ১৯৮৪ সালের ২০ ডিসেম্বরে চীনের তাইওয়ানের তাইচং শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সাল থেকে তিনি পিয়ানো শেখা শুরু করেন। তখন থেকেই পপ গানের প্রতি তার আগ্রহ তৈরি হয়। ১৯৯২ সালে তিনি তার বিদ্যালয়ে আয়োজিত এক সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হন। ২০০৬ সালে তিনি নিজের লেখা প্রথম গান প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি তাইওয়ানের একটি সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। ২০০৯ সালের মে মাসে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ সালে তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি স্যু চিয়া ইংয়ের কণ্ঠে 'ভালোবাসায় উজ্জ্বল হয়' নামের গান শোনাবো।
টুটুল: 'ভালোবাসায় উজ্জ্বল হয়' গানটি গত ২০ জুন প্রকাশিত হয়। গানের কথা এমন, 'একটি ছোট কোনে একটি ধুলো আছে। একটি ছোট পাখি একলা কারাগারে আছে। দীর্ঘকালের রঙ উঠে গেছে। তোমার চোখ এত পরিষ্কার। স্মৃতির প্রতিটি দৃশ্য দেখা যায়। কে আমার মত আগের স্বপ্ন মনে রেখেছে? ভালোবাসার জন্য উজ্জ্বল হচ্ছে। কোনো সন্দেহ নেই। আবার শুরু করবো। দুঃখ হলো আমার জীবনে কি লাভ করেছি? আমি গাইছি, আমি আমার তারুণ্যের জন্য গাইছি। আমি নিজের জন্য গর্ব করি। ভুল হলো ভুল। আমি গাইছি, তারুণ্য গানের মত সুন্দর'। আচ্ছা, বন্ধুরা, আমরা একসঙ্গে 'ভালোবাসায় উজ্জ্বল হয়' গানটি শুনবো।
(গান ৪)
মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ভালোবাসায় উজ্জ্বল হয়' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?
(বাংলা গান)
টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn
মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।
টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।
মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)