চীনের এআইআইবি'কে সর্বোচ্চ আর্থিক মান দেওয়ায় আনন্দিত বেইজিং
  2017-07-18 19:09:31  cri
জুলাই ১৮: সম্প্রতি আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা-ফিচ চীনের এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবিকে সর্বোচ্চ মান বা 'এএএ' রেটিং দিয়েছে। মুডিসের পর এআইআইবি আরেকটি সর্বোচ্চ মর্যাদা পেলো। এ অর্জনে আনন্দ প্রকাশ করেছে বেইজিং। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং একথা জানান।

তিনি বলেন, এর আগে আরেকটি আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস এআইআইবি'র ইতিবাচক মূল্যায়ন করে। এর কিছুদিন পরই ফিচ এআইআইবি'কে এ মর্যাদা দেয়। এআইআইবি'র উদ্যোক্তা দেশ হিসেবে ফিচ ও মুডিসের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার ঘোষণায় আনন্দিত বেইজিং। মূলত, প্রতিষ্ঠালগ্ন থেকে এআইআইবি তার ব্যবসায়িক কার্যক্রমকে গুরুত্ব দিয়েছে; যার ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক সমাজ। এ মর্যাদা এআইআইবি'র বিভিন্ন সদস্য দেশের অবকাঠামো খাতের যোগাযোগ এবং অবিরাম অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে বলে জানান মুখপাত্র।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040