চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোর-সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সেমিনার ইসলামাবাদে অনুষ্ঠিত
  2017-07-18 18:56:56  cri
জুলাই ১৮: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর-সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সেমিনার গতকাল (সোমবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। চীন ও পাকিস্তান বিজ্ঞান একাডেমি যৌথভাবে দু'দিনব্যাপী সেমিনারের উদ্যোগ নেয়। চীন, পাকিস্তান, রাশিয়া ও ইতালিসহ ২০টিরও বেশি বৈজ্ঞানিক সংস্থার শতাধিক বিশেষজ্ঞ এতে উপস্থিত ছিলেন।

চীনের 'চুং খ্য' বিজ্ঞান একাডেমীর প্রধান চাং চিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিশেষ প্রকৃতি ও আবহাওয়ার কারণে চীন-পাক অর্থনৈতিক করিডোর নির্মাণকাজ ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় দু'দেশের বৈজ্ঞানিক সংস্থা ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়েছে। এটি অর্থনৈতিক করিডোর নির্মাণে সহায়তা দিচ্ছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040