কেন্দ্রীয় অর্থনৈতিক গ্রুপের ১৬তম অধিবেশনে ভাষণ দিলেন সি চিন পিং
  2017-07-18 18:39:18  cri
জুলাই ১৮: চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় অর্থনৈতিক গ্রুপের প্রধান সি চিন পিং গতকাল (সোমবার) বেইজিংয়ে কেন্দ্রীয় অর্থনৈতিক গ্রুপের ১৬তম অধিবেশনে সভাপতিত্ব করেছেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

ভাষণে পুঁজি ও বাজার পরিবেশ উন্নয়ন এবং উন্মুক্তকরণ সমস্যা জোর দিয়ে উল্লেখ করেছেন তিনি। প্রেসিডেন্ট সি বলেন, উন্মুক্ত নতুন অর্থনৈতিক ব্যবস্থাসংক্রান্ত প্রস্তাবের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, এর মাধ্যমে কাঠামো ও আইনগত ব্যবস্থা দ্রুততর করা, ব্যবসায়িক ও নব্যতাপ্রবর্তনের পরিবেশ উন্নত করা এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানো।

চীনের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থনৈতিক গ্রুপের উপ-প্রধান লি খ্য ছিয়াং এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, উপ-প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থনৈতিক গ্রুপের সদস্য চাং কাও লি অধিবেশনে উপস্থিত ছিলেন।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040