ভারতের রাষ্ট্রপতি নির্বাচন
  2017-07-20 09:01:20  cri

 



ভারতের আইন সভার উচ্চ ও নিম্ন কক্ষ আর বিভিন্ন রাজ্যের আইন পরিষদের সদস্যরা গতকাল (সোমবার) নতুন প্রেসিডেন্ট নির্বাচনের উদ্দেশ্যে ভোট দিয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৯৫ জন। নির্বাচনের ফলাফল ২০ জুলাই প্রকাশিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা লোক সভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র বলেছেন,এবার নির্বাচনে ভোট দানের হার ৯৯ শতাংশ যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
জানা গেছে, এবার ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৯৫ জন, এদের মধ্যে দু'জন প্রার্থী চূড়ান্তভাবে লড়ছেন। ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ । অন্যদিকে বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ'র প্রার্থী মীরা কুমার যিনি এর আগে কংগ্রেস শাসনামলে লোকসভার স্পিকার ছিলেন। নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ২৫ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি প্রনব মুখার্জির কার্যমেয়াদ ২৪ জুলাই পর্যন্ত।
ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা নির্বাচন কমিটির দায়িত্বশীল কর্মকর্তার কথা উদ্ধৃতি দিয়ে বলেছেন, আরুনাচাল, ছত্রিশগড় এবং আসামসহ ১১টি অঙ্গরাজ্যের ভোটদানের হার ১০০ শতাংশ। কেন্দ্রীয় আইন সভার উভয় কক্ষের ৭৭৬ জন সদস্যদের মধ্যে ৭৭১ জন নির্বাচনে ভোটদান দিয়েছেন। তাই এবার নির্বাচন ভোটদানের হার প্রায় ৯৯ শতাংশ,যা প্রেসিডেন্ট নির্বাচনের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার বিশ্লেষণ অনুযায়ী, এবারের নির্বাচনে কোবিন্দ খুব সম্ভবত ৭০ শতাংশের বেশী ভোট পাবেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করবেন। কারণ নির্বাচনে অংশ নেওয়া দলগুলির মধ্যে বিজেপির নেতৃত্বাধীন (এনডিএ) আসন অনেক বেশি।
তাছাড়া আঞ্চলিক কিছু দল যেমন তামিল নাড়ুর এআইএডি এমকে র সমর্থন পেয়েছেন কোভিন্দ। সরকার বলছে তাঁদের সাথে সারা দেশের ৪৪ টি দলের সমর্থন আছে।
আরেকটি উল্লেখ্যযোগ্য ব্যাপার হল রামনাথ কোবিন্দ আর মীরা কুমার উভয়েই ভারতের বর্ণপ্রথার দলিত শ্রেণীর সদস্য। ভারতের ইতিহাসে ১৯৯৭ সালে কচেরিল রাম নারায়ানান সর্বপ্রথম দলিত শ্রেণী থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। রামনাথ কোবিন্দ অথবা মীরা কুমার যিনিই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি হবেন দেশটির ইতিহাসে নিম্ন বর্ণ থেকে নির্বাচিত হওয়া দ্বিতীয় প্রেসিডেন্ট।
ভারতের দু'জন প্রেসিডেন্ট প্রার্থীর জীবন বৃত্তান্ত থেকে আপনি শ্রোতাদের কিছু তথ্য দিবেন কি ?
প্রথমে রামনাথ কোবিন্দ সম্পর্কে বলি- ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ এর জন্ম ১৯৪৫ সালের ১ লা অক্টোবর। উত্তর প্রদেশের কানপুর দেহাতে। কানপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক শেষ করেন, একই সময়ে কানপুর কলেজ থেকে আইন বিষয়ে পড়াশুনা সম্পন্ন করে আইন পেশায় নিয়োজিত হন। ১৯৭১ সালে কোবিন্দ দিল্লী বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৭ থেকে ৭৯ এই দুই বছর তিনি ভারতীয় উচ্চ আদালতে কেন্দ্রীয় সরকারের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, ১৯৭৮ থেকে ৭৯ সময়ে কোবিন্দ তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৩ সাল অব্দি দিল্লী হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট মিলিয়ে কোবিন্দ ১৬ বছর আইন চর্চা করেন। আইন পেশায় থাকাকালীন তিনি গরীব নারী ও সমাজের দুর্বল অংশের মানুষদের বিনা ফিতে আইন সেবা দিতেন। ১৯৯১ সালে তিনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগ দেন।
কংগ্রেস প্রার্থী মীরা কুমার সম্পর্কে অল্প কিছু তথ্য শ্রোতাদের জানাতে চাই।
রামনাথ কোবিন্দ এর মত মীরা কুমার ও দলিত শ্রেনীর সদস্য। তবে মীরা কুমারের বাবা জগজিবান রাম কিন্তু ভারতের উপ প্রধান মন্ত্রী ছিলেন। মা ইন্দ্রানী দেবি ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন নামকরা যোদ্ধা ছিলেন। এই পরিবারে মীরা কুমারের জন্ম ১৯৪৫ সালের ১০ মে। তিনি দিল্লী বিশ্ব বিদ্যালয় থেকে এল এলবি এবং এমএ ডিগ্রী লাভ করেন। ৫ বারের এই সংসদ সদস্য ২০০৯ সালে বিনা প্রতদন্দ্বীতায় ভারতীয় লোকসভার স্পিকার নির্বাচিত হন। এর আগে ২০০৪ থেকে ২০০৯ সালে কংগ্রেস সরকারে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে কী কী প্রভাব ফেলবে? এ সম্পর্কে আপনার বা বাংলাদেশ গণমাধ্যমের বিশ্লেষণ একটু শেয়ার করবেন।
সম্প্রতি ভারত দু'দেশের স্বীকৃত সিকিমের সীমারেখা বেআইনীভাবে অতিক্রম করে চীনের ভূখণ্ডে প্রবেশ করেছে। এই ঘটনার সাথে দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অমীমাংসিত সীমান্তে ঘটা পূর্বেকার সংঘর্ষের সাথে মৌলিক পার্থক্য আছে।

চীন ভারতকে অবিলম্বে বিনা শর্তে চীন সীমানা অতিক্রমকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রত্যাহার এবং ভালোভাবে এ ঘটনা নিষ্পত্তি করার দাবি জানায়।

এ সম্পর্কে ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সহায়ক পদক্ষেপ নেবে বলে আশা করে বেইজিং।(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040