আজ বিশ্বের প্রথম ডিজনিল্যান্ড প্রতিষ্ঠা দিবস
  2017-07-18 18:33:53  cri

 


ডিজনিল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মনের রাজ্যে একটি রহস্যময় ও মজার জায়গা। ১৯৫৫ সালের ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনাহেইমে প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনি মিকি মাউস, ডোনাল্ড ডাকসহ বিভিন্ন কার্টন ফিল্মের ব্যক্তিত্ব নিয়ে ডিজনিল্যান্ড তৈরি করেছিলেন। লস অ্যাঞ্জেলেস থেকে ৩৫ কিলোমিটার দূর আয়তন ৬৪.৭ হেক্টরের এ থিম পার্কে বিভিন্ন কার্টুন চরিত্রের দেখা মেলে।পর্যটকরা এখানে খেলনা গাড়ি, জাহাজ আর নভোযানে বসতে পারেন এবং মধ্যযুগের কেল্লায় প্রবেশ করতে পারেন।

জানা গেছে, এ সুপার থিম পার্ক নির্মাণে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। প্রতিদিন ২ হাজার ৫০০ জন শ্রমিক এটির পরিষ্কার ও সংরক্ষণের কাজ করে। বার্ষিক পর্যটকের সংখ্যা ৫০ লাখ । এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিনোদন পার্কের অন্যতম। পার্কটি চারটি এলাকায় বিভক্ত। এডভেঞ্চার ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, পরীর রাজ্য এবং ভবিষ্যতের পৃথিবী। শুধু বাচ্চা নয় বয়স্ক মানুষেরাও এ থিম পার্ক বেশ পছন্দ করেন। গত বছর পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট ৬টি ডিজনি খোলা হয়েছে।

অনেকে জানে না ডিজনিল্যান্ড শুধু ডিজনি রিসর্টের একটি অংশ। রিসর্টের মধ্যে থিম হোটেল, ডিজনি জেলা আর ধারাবাহিক বিনোদনের ব্যবস্থা রয়েছে। বর্তমানে চীনের শাংহাই শহর, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, জাপানের টোকিও,ফ্রান্সের প্যারিস আর যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো রাজ্যে ডিজনি পার্ক স্থাপন করা হয়েছে।

টোকিওতে ডিজনি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত প্রথম ডিজনি। সেখানে ডিজনিল্যান্ড ও ডিজনি সী দু'টি থিম পার্ক আছে। সেখানে ডিজনি ব্যক্তিত্ব দিয়ে তৈরি খাবার ও স্মারকগ্রন্থ খেলনাসহ বিভিন্ন পণ্যদ্রব্য পাওয়া যায়। বাচ্চা ও বয়স্ক মানুষরা ছুটি কাটতে চাইলে এটি এক দারুণ চমত্কার ও মজার জায়গা হিসেবে বিবেচনা করা হয়।

ডিজনি কোম্পানির কার্টুন ফিল্ম বিশ্ববিখ্যাত। তাই বিভিন্ন চলচ্চিত্রের ব্যক্তিত্ব নিয়ে থিম পার্কের মধ্যে নানা কেল্লা বা খেলার প্রকল্প স্থাপন করা হয়েছে। একটু উদাহরণ দিয়ে বলি মিকি মাউস,ডোনাল্ড ডাক, সিন্ড্যারেল্যা, স্নোওয়াইট, ভিনি দে ভু, মনস্টার কোম্পানি, মারমেইড, এলিস ইন ওয়ান্ডার ল্যান্ড এমন অনেক চরিত্র এখানে দেখাতে পাওয়া যায়। ছেলে বা মেয়ে হোক নিজ নিজ প্রিয় চরিত্র এখানে খুঁজে পায় আর তাদের সাথে ছবি তুলতে পারে। রাতের সময় কেল্লার বাইরে নির্দিষ্ট সময় আতশবাজি উপভোগ করতে পারে আর পার্কের নাচ দলের পরিবেশনায় বিভিন্ন কার্টুন চরিত্রের নাচ দেখতে পারে পর্যটকরা।

হংকংয়ের ডিজনি ২০০৫ সালে নির্মিত হয়েছে। সেখানে ডিজনিল্যান্ড ও দু'টি থিম হোটেল রয়েছে। গেল বছরের ১৬ জুন শাংহাইতে ডিজনি চালু হয়েছে। শাংহাই এর ডিজনির আয়তন আরো বড়। মোট ৬টি থিম পার্ক আর দু'টি থিম হোটেল রয়েছে এখানে।ডিজনি জেলায় আন্তর্জাতিক শপিং মল ও রেস্তোরাঁ নির্মিত হয়েছে। ওয়াল্ট ডিজনি থিয়েটারও এর মধ্যে রয়েছে। সেখানে চীনা ভাষায় সিংহ রাজা নাটক উপভোগ করা যায়।

(সুবর্ণা/মহসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040