জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছে তুরস্ক
  2017-07-18 18:07:26  cri
জুলাই ১৮: তুরস্কে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। গতকাল (সোমবার) তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি এ প্রস্তাব পাস করেছে।

এ নিয়ে চতুর্থ দফা দেশে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হলো। ২০১৬ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থান চেষ্টার পর তুর্কি সরকার দেশে জরুরি অবস্থা জারি করে।

মেয়াদ বাড়ানো ইস্যুতে সরকারি দলের প্রস্তাবে সমর্থন জানায় ক্ষমতাসীন পার্টি ও দ্বিতীয় বৃহত্তম দল। তবে প্রধান বিরোধীদল এর সমালোচনা করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদে জরুরি অবস্থা বজায় থাকা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ব্যবস্থা জোরদারে সহায়ক। ব্যর্থ ওই অভ্যুত্থান চেষ্টার পর থেকে এ পর্যন্ত সারা দেশে ৫০ হাজার লোক গ্রেফতার হয়েছে। এক লাখ দশ হাজার মানুষকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040