দুই দেশের সম্পর্ক নষ্ট হয় এমন পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং
  2017-07-18 18:06:06  cri
জুলাই ১৮: দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি মার্কিন পার্লামেন্টে চীনের তাইওয়ানে মার্কিন যুদ্ধ জাহাজের সফর নিয়ে কথা হয়। এ বিষয়ে গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং এ আহ্বান জানান। লু খাং বলেন, চীন বরাবরই যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কোনো ধরনের যোগাযোগ ও সামরিক যোগাযোগের দৃঢ় বিরোধিতা করে।

লু আরো বলেন, মার্কিন পার্লামেন্টে গৃহীত প্রস্তাব 'এক চীন নীতি' ও 'চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহার' লঙ্ঘন করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়া জানায় চীন। মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চাদমুখী ইতিহাস অনুসরণ না করার পরামর্শ দেয় বেইজিং।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040