ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ
  2017-07-17 19:22:33  cri
জুলাই ১৭: 'ভারতের চতুর্দশ প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে।

রাজধানী নয়াদিল্লির পার্লামেন্ট ভবন ও রাজ্যের বিধানসভাগুলোতে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার সদস্যরা ভোট দিয়ে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ইলেক্টোরাল কলেজের ৪ হাজার ৮৯৬ জন সদস্য।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিবন্ধিত প্রার্থী ছিলো ৯৫ জন। এদের মধ্যে দু'জন প্রার্থী চূড়ান্তভাবে লড়ছেন। বিজেপি নেতৃত্বাধীন (এনডিএ) সরকারের পক্ষ থেকে প্রার্থী রামনাথ কোবিন্দ যিনি এর আগে বিহারের রাজ্যপাল ছিলেন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ'র প্রার্থী মীরা কুমার যিনি এর আগে কংগ্রেস শাসনামলে লোকসভার স্পিকার ছিলেন।

বর্তমান বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040