বছরের প্রথমার্ধে জিডিপি'র প্রবৃদ্ধিকে ছাড়িয়েছে জনগণের মোট আয়
  2017-07-17 19:16:24  cri
জুলাই ১৭: এ বছরের প্রথমার্ধে চীনের জনগণের মোট আয় দেশের জিডিপি'র হারকে ছাড়িয়ে গেছে। বছরের প্রথমার্ধে জনগণের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১২ হাজার ৯৩২ ইউয়ান। যা গত বছরের এ সময়ের তুলনায় ৮.৮ শতাংশ বেশি। আজ (সোমবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র সিং চি হুং বলেন, শহর ও গ্রামীণ অধিবাসীদের আয় দ্রুত বেড়েছে এবং তাদের আয় ব্যবধান ধীরে ধীরে কমছে।

পরিসংখ্যানে বলা হয়, এ বছরের প্রথমার্ধে শহরের মানুষের মাথাপিছু আয় ছিলো ১৮ হাজার ৩২২ ইউয়ান। অন্যদিকে গ্রামীণ মানুষের মাথাপিছু আয় ৬৫৬২ ইউয়ান।

পরিসংখ্যানে আরো বলা হয়, মাথাপিছু ক্রয় ক্ষমতার হিসেবে বছরের প্রথমার্ধে চীনের মানুষ ৮৮৩৪ ইউয়ান ব্যয় করেছে; যা গত বছরের এ সময়ের তুলনায় ৭.৬ শতাংশ বেশি।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040