শ্রীলংকায় মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের দশম হান ভাষা প্রতিযোগিতা
  2017-07-17 19:15:47  cri
জুলাই ১৭: চীন আন্তর্জাতিক বেতারের শ্রীলংকা কনফুসিয়াস ক্লাসরুমের উদ্যোগে মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের দশম হান ভাষা প্রতিযোগিতা গতকাল (রোববার) রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সিআরআই-এর কনফুসিয়াস ক্লাসরুমে শিক্ষার্থী মান ইং ও পাই স্যুই প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করে। এর মাধ্যমে তারা চীনে এসে প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলো।

এ প্রতিযোগিতায় হান ভাষায় লেখা, পড়া ও হান ভাষা শেখায় নিজের দক্ষতা প্রমাণ করতে হয়। এটি নির্ভর করে চীনা সংস্কৃতি জানার ওপর। প্রতিযোগীরা মনে করেন, হান ভাষায় দক্ষতা লাভ তাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে। আর এটি চীন ভ্রমণের দারুণ সুযোগ বলে মনে করে তারা।

শ্রীলংকায় চীনের রাজনৈতিক কাউন্সিলর ফাং ছুন স্যুই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন, সিআরআই'র কনফুসিয়াস ক্লাসরুম বহু বছর ধরে দেশটিতে চীনা সংস্কৃতি জনপ্রিয় করা এবং হান ভাষা শিক্ষা দিচ্ছে। এ কারণে অনেক যুবক চীনা সংস্কৃতি ও হান ভাষা শেখার সুযোগ পেয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040