অচলাবস্থা কাটিয়ে দুই কোরিয়াকে সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং
  2017-07-17 19:15:06  cri
জুলাই ১৭: বর্তমান অচলাবস্থা কাটিয়ে পুনরায় সংলাপে ফিরে আসার জন্য উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানিয়েছে চীন। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানান।

এদিন সামরিক বৈঠক ও রেড ক্রস সম্মেলন আয়োজনে উত্তর কোরিয়াকে প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরীয় সরকার। এ সম্পর্কে চীনা মুখপাত্র এ কথা বলেছেন।

তিনি বলেন, চীন সবসময় মনে করে, সংলাপের মাধ্যমে পাস্পরিক সম্পর্ক উন্নত করা এবং সমঝোতা এগিয়ে নেওয়া উচিত। এটি কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে সহায়ক এবং এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য কল্যাণকর। এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজ সমর্থন দেবে বলেও আশা করে চীন।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040