সংক্ষিপ্ত সংবাদ-০৭১৭
  2017-07-17 12:38:45  cri
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাক বাহিনীর আইএস-বিরোধী অভিযান জোরদার

পাক বাহিনী গতকাল (রোববার) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে খাইবার এলাকায় আইএস-বিরোধী অভিযান জোরদার করে। পাক বাহিনীর তথ্য ব্যুরোর পরিচালক আসিফ গফুর এদিন এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, পাকিস্তানের স্থল ও বিমান বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের লক্ষ্য ছিল পাক-আফগান সীমান্তে আইএসের শক্তি খর্ব করা এবং পাকিস্তানের মূল ভূখণ্ডের সন্ত্রাসীদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাহাজডুবি; নিহত ২৭, নিখোঁজ ৫৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কুইলু প্রদেশের কাসাই নদীতে গত ১৩ জুলাইয়ের জাহাজডুবির ঘটনায় ২৭ জন নিহত ও ৫৪ জন নিখোঁজ হয়েছেন। প্রদেশটির একজন কর্মকর্তা গতকাল (রোববার) এ তথ্য জানান। তিনি বলেন, জাহাজডুবির শিকারদের অধিকাংশই শিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে বলেও তিনি জানান।

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মার্কিন নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

গুপ্তচরবৃত্তির দায়ে একজন মার্কিন নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ইরানের আইন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল (রোববার) এ তথ্য জানান।

এদিকে, মার্কিন নাগরিকের বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন তার দ্রুত মুক্তিও দাবি করেছে।

(ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040