ইসরাইলে জেরুসালেমের ওপর নিয়ন্ত্রণ জোরদারে উত্থাপিত বিল পাস
  2017-07-17 10:46:37  cri
জুলাই ১৭: গোটা জেরুসালেমের ওপর ইসরাইলি নিয়ন্ত্রণ জোরদারের লক্ষ্যে উত্থাপিত একটি নিরাপত্তা বিল পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন উগ্র ডানপন্থি দল 'জিউইশ হোম'-এর নেতা শুলি মোয়ালেম-রেফায়েলি।

বিলে বলা হয়েছে, জেরুসালেমের কোনো অংশের ওপর থেকে ইসরাইলি সার্বভৌমত্ব তুলে নিতে পার্লামেন্টের ৮০ জন তথা তিন-চতুর্থাংশ সদস্যের সমর্থন লাগবে। ইসরাইলের মিনিস্টেরিয়াল কমিটি ফর লেজিসলেশন বিলটি অনুমোদন করেছে।

উল্লেখ্য, ইসরাইল ১৯৬৯-এর যুদ্ধে পশ্চিম তীর ও গাজাসহ পূর্ব জেরুসালেম দখল করে নেয়। পরে ইসরাইল পূর্ব জেরুসালেমকে এর ভবিষ্যত রাজধানীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে। ইসরাইলের এ ঘোষণা আন্তর্জাতিক সমাজ কখনই মেনে নেয়নি। (আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040