চীনের এআইআইবি'কে সর্বোচ্চ আর্থিক মান দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা-ফিচ
  2017-07-16 18:44:47  cri
জুলাই ১৬: আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা-ফিচ চীনের এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এআইআইবিকে সর্বোচ্চ মান বা 'এএএ' রেটিং দিয়েছে। খবর সিনহুয়া বার্তা সংস্থার।

এর আগে আরেকটি আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস এআইআইবি'র ইতিবাচক মূল্যায়ন করে। এর কিছুদিন পরই ফিচ এআইআইবি'কে এ মর্যাদা দিলো।

এক প্রতিবেদন সংস্থাটি জানিয়েছে, এ মান ঘোষণা এআইআইবি'র ধারাবাহিক নীতির কার্যকর প্রয়োগ ও উচ্চ পর্যায়ের গুণগত মানের ব্যবস্থাপনায় সহায়ক হবে।

এআইআইবি'র মোট মূলধন ১০ হাজার কোটি মার্কিন ডলার। ২০১৬ সালের জানুয়ারি থেকে ব্যাংকটি চালু হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে ব্যাংকটির সদস্য সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১৬টি অবকাঠামো প্রকল্পে অনুমোদন দিয়েছে এআইআইবি। এতে বিনিয়োগ করা হবে ২৫০ কোটি মার্কিন ডলার।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040