রোমানিয়া সফর করলেন চীনা নেতা
  2017-07-16 18:43:35  cri
জুলাই ১৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের সম্পাদকমন্ডলীর সম্পাদক লিউ ইয়ুন শান ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত রোমানিয়া সফর করেছেন। সফরে দেশটির শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি 'চীন-মধ্য ও পূর্ব ইউরোপের রাজনৈতিক পার্টির সংলাপ-২০১৭'তে অংশ নেন।

বৈঠকে লিউ ইয়ুন শান বলেন, চীন ও রোমানিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। সাম্প্রতিক বছরগুলোতে, দু'দেশের শীর্ষনেতাদের যোগাযোগ বেড়েছে এবং পারস্পরিক আস্থা গভীর হয়েছে। চীন ও রোমানিয়ার সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ এসেছে। দু'পক্ষ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে সহযোগিতা করবে এবং দু'দেশের সুন্দর ভবিষ্যত্ রচনা করবে বলেও আশা করেন তিনি।

জবাবে 'এক অঞ্চল, এক পথ' কৌশল কাজে লাগিয়ে আর্থ-বাণিজ্যিক, জ্বালানি, আর্থিক, সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা, পর্যটনসহ বিভিন্ন খাতে চীনের সঙ্গে বাস্তব সহযোগিতা জোরদার করার আগ্রহ দেখিয়েছে রোমানিয়া।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040