বাংলাদেশের দশজন শিক্ষার্থী চীনে অ্যাক্রোবেটিক্স শিখছে
  2017-07-14 20:12:24  cri

জুলাই ১৪: বাংলাদেশের দশজন শিক্ষার্থী বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট স্কুলে অ্যাক্রোবেটিক্সের ওপর প্রশিক্ষণ নিচ্ছে। অগাস্ট মাসের শেষ দিকে প্রশিক্ষণ কোর্স শেষে তারা স্বদেশে ফিরে যাবে।

গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফর করার সময় সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে চলতি বছর 'চীন-বাংলাদেশ মৈত্রী বছর' নির্ধারণ করেন। দু'দেশের বেসরকারি পর্যায়ের আদানপ্রদান জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত করার জন্য চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশের শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে বাংলাদেশের দু'টি কিশোর অ্যাক্রোবেটিক্স দলকে প্রশিক্ষণ নেওয়ার জন্য চীনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রথম দলটি ২০১৬ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে পৌঁছায়। তাদের বয়স ১২ ও ১৩ বছর। এ দশ জন বাংলাদেশি কিশোর দশজন চীনা শিক্ষকের কাছ থেকে অ্যাক্রোবেটিক্স শেখে। অ্যাক্রোবেটিক্সের নানা কৌশল শেখার পাশাপাশি তারা চীনা ভাষা ও হস্তলিপিশিল্পসহ নানা সাংস্কৃতিক ক্লাসেও অংশ নেয়।

সেপ্টেম্বরের শেষ দিকে বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট স্কুলের চীনা শিক্ষার্থীরা বাংলাদেশ সফর করবে। তখন তারা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের দর্শকদের জন্য চমত্কার অ্যাক্রোবেটিক্স অনুষ্ঠান পরিবেশনা করবে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040