চীনা রক ব্যান্ড : ছুনছিউ
  2017-07-13 18:34:39  cri


সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা।

বন্ধুরা, আমি বিশ্বাস করি, আগের অনুষ্ঠানের চীনের 'তাং রাজবংশ' নামক রক ব্যান্ডের গানগুলো আপানদের মনে গভীর রেখাপাত করেছে। তাই না বন্ধুরা? 'তাং রাজবংশ' চীনের ইতিহাসে প্রথম 'হেভি মেটাল' রক ব্যান্ড। আজকের 'সুরের ধারায়' আমরা চীনের আরেকটি 'হেভি মেটাল' রক ব্যান্ডের গান শুনবো। এ ব্যান্ডের নাম 'ছুনছিউ'। এখন ছুনছিউ'র একটি গান আপনাদের জন্য প্রচার করবো। তারপর এ ব্যান্ড সম্পর্কে আপনাদের বলবো।

প্রিয় বন্ধুরা, এ গানটি খুব ছন্দময়, তাই না? এখন আমরা ছুনছিউ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। তাহলে এ ব্যান্ডের গান শুনতে আপনাদের আরো ভালো লাগবে। আসলে ব্যান্ড 'তাং রাজবংশ' এবং ব্যান্ডে ছুনছিউ'র মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। তাং রাজবংশের সদস্য গুও ইগুয়াং ছুনছিউ'র গিটার বাদক। তিনি একই সঙ্গে দু'টা ব্যাডের জন্য গিটার বাজান।

 

২০০১ সালে ব্যান্ড ছুনছিউ প্রতিষ্ঠিত হয়। 'ছুন' মানে বসন্তকাল, 'ছিউ' মানে শরত্কাল। এ ব্যান্ডের নামকরণ করা হয়েছে সময়কে কেন্দ্র করে। অর্থাত সময়ের সাথে চলে 'ছুনছিউ'। আর এ কারণেই ধরনের নাম নির্বাচন করা। কালের আবর্তনে ছুটে চলাই যে এই ব্যান্ডের সদস্যদের প্রধান কাজ।

এ ছাড়া প্রাচীনকালে চীনে 'ছুনছিউ' নামে একটি রাজবংশ ছিলো। ছুনছিউ ব্যান্ডের গানগুলো ব্যান্ডের নামের মতো চীনের প্রাচীন সংস্কৃতি বহন করে। এ পর্যন্ত ছুনছিউ শুধু একটি অ্যালবাম প্রকাশ করেছে। এ অ্যালবামে মাত্র নয়টি গান রয়েছে। তবে এ অ্যালবাম বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাহলে বন্ধুরা, এখন আমরা আমাদের প্রিয় ব্যান্ড ছুনছিউ'র আরো কিছু গান শুনবো। আশা করছি গানগুলো আপনারা উপভোগ করবেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন সিআরআইয়ের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনারা কোনো প্রিয় গান শুনতে চাইলে জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। এছাড়া কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের পক্ষ থেকে দেওয়া হবে কিছু পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের মূল চালিকাশক্তি।

সুপ্রিয় শ্রোতা, আজ আমরা চীনের হেভি মেটাল রক সংগীত শুনছি। আশা করছি আপনাদের চীনের হেভি মেটাল সংগীতের প্রতিনিধিত্বশীল ব্যান্ড ছুনছিউ'র গান ভালো লাগছে। এখন আপনাদের এ ব্যান্ডের আরো দু'টো গান শোনাবো। মন দিয়ে শুনুন এবং অনুভব করুন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আমি জানি, আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ইমেল করুন। আমার ইমেল ঠিকানা : lianglilin@cri.com.cn। ইমেলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান পাঠাতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।

বন্ধুরা, আজ আমাদের 'সুরের ধারায়' অনুষ্ঠানের থিম চীনের হেভি মেটাল ব্যান্ড 'ছুনছিউ'। হেভি মেটাল কিছু গান উপভোগ করলাম এতক্ষণ আমরা। চমত্কার সব গান শুনতে শুনতে আজকের 'সুরের ধারায়' শেষ হয়ে গেলো। আশা করছি আপনারা আনন্দ পেয়েছেন। আবারো এ ব্যান্ডের গান শুনিয়ে শেষ করছি আজকের 'সুরের ধারায়'।

শ্রোতা বন্ধুরা, 'সুরের ধারায়' আবারো আপনাদের শোনাবো সুন্দর ও নতুন নতুন গান ও সুর। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবারো কথা হবে। (লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040