দেনজেল
  2017-07-13 18:27:16  cri


সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। আমি আপনাদের নিয়ে একটি নতুন ও সুন্দর সংগীতের বিশ্বে প্রবেশ করতে চাই, কি যাবেন তো আমার সাথে? চলুন তাহলে! আপনাদের মনে আছে জার্মানির ল্যাক্রিমোসা নামক একটি ব্যান্ডের কথা? আগের সংগীতানুষ্ঠানে আমি আপনাদের বলেছি ল্যাক্রিমোসার গল্প এবং এ ব্যান্ডের গানগুলো প্রচার করেছি, তাদের গানগুলোর রীতি হলো 'গথিক'। তাই আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমরা গথিক সংগীত নিয়ে আলোচনা করবো।

২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমি পেইচিংয়ে এসেছি। সে সময় থেকে আমি অনেক অনেক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছি। এর মধ্যে ২০০৭ সালের মিদি সংগীতানুষ্ঠানের স্মৃতি অম্লান হয়েছে। মিদি হলো আমার প্রথম সংগীতানুষ্ঠান।। সেখানে আমি চীনের নানা বিভিন্ন ব্যান্ড প্রথমবার দেখেছি, পাংক, মেটাল, ফোক ও জাজসহ সংগীতের রীতি আমার মনে গভীরভাবে রেখাপাত করেছে। তবে যখন দেনজেলের গায়িকা'দক্ষিণ রাত' মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে শুরু করেন, তখন আমি আলোড়িত হয়েছি। তাঁর সুর এতো পরিস্কার এবং পরাবাস্তব যেন অন্য বিশ্ব থেকে ভেসে আসছে। পরে আমি বুঝেছি যে এ ধরণের সংগীত হলো গথিক। এ হলো াআমার প্রথমবার গথিক সংগীত অনুভব করার এবং দেনজেল নামক সেই ব্যান্ডের গান শোনার অভিজ্ঞতা । সেই সংগীতানুষ্ঠানে তাঁদের প্রথম গান ছিল'মাতা'। এ গানের জন্য দেনজেলের প্রতি আমার ভালবাসার জন্ম হয়। এখন আমি আপনাদের 'মাতা' গানটি শোনাতে চাই। আশা করি এ গানে আপনারাও আলোড়িত হবেন। এখন শুনুন দেনজেলের গান 'মাতা',

এ গান শোনার পরে এখন আমি আপনাদের দেনজেলের আরো গল্প বলবো। ২০০৫ সালে দেনজেল প্রতিষ্ঠিত হয়। দেনজেল এ শব্দে রয়েছে দুটি অংশ। দে মানে ডেভিল, নজেল মানে আনজেল। তাই দেনজেল হলো ডেভিল ও এনজেলের মিশ্র সত্তা। তাঁদের গানে রয়েছে ডেভিলের পাপ এবং এনজেলের সৌন্দর্য । মাতা গানে আপনারা কি এটি অনুভব করেছেন? এখন আপনাদের সংগে দেনজেলের সদসদের পরিচয় করাবো। দেনজেলের ৬ সদস্য: গায়িকা দক্ষিণ রাত, দুজন গিটার বাদক ওল্ড পিগ ও জোভেইল, পিয়ানো বাদক ব্ল্যাকশিপ ও ড্রাম বাদক ইলে । এ পর্যন্ত তাঁরা ৬জন অসংখ্য সংগীতানুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন, অনেক সুন্দর গান লিখেছেন। তাই এখন আমরা দেনজেলের আরও দু'টি গান শুনবো। গানের নাম হলো 'মৃত্যু হলো জন্মের সূচনা' এবং 'স্বপ্নের বধূ'।

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সংগীতানুষ্ঠান শুনুন। যদি আপনাদের কাছে অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকে, তাহলে ফোন অথবা চিঠির মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সমর্থন হলো আমাদের চালিকা শক্তি। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের গথিক ব্যান্ড দেনজেল। এখানে আমি একটি কথা বলতে চাই, দেনজেলের পিয়ানো বাদক ব্ল্যাক শিপ আর আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর জন্য আমি খুবই গর্ব বোধ করছি। আচ্ছা, আজকের সংগীতনুষ্ঠানের শেষ দিকে আমরা শুনবো দেনজেলের দু'টি নতুন গান: 'বিদায়ের দুঃখ' এবং 'ভাগ্য বিলীন'।

সুপ্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লেলিন/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040