আকাশে এখনো কুয়াশা আছে, এখনো কবুতর উড়ছে
  2017-07-15 15:57:36  cri



মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের গত শতাব্দীর ৯০ দশকে প্রকাশিত কয়েকটি গান শোনাবো। যদিও এসব গান দীর্ঘ সময় আগে প্রকাশিত হয়েছে, তবে এখনো তা চীনে অনেক জনপ্রিয়। প্রথমে আপনাদেরকে 'একাকীত্ব আমাকে এত সুখ দেয়' গানটি শোনাবো। গেয়েছেন নারী কণ্ঠশিল্পী ছেন মিং। তিনি ১৯৬৮ সালের ১৫ জুলাই হোনান প্রদেশের লুওইয়াং শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি মেকানিক্যাল বিষয়ে লেখাপড়া করেন। এরপর তিনি লুওইয়াংয়ের প্রথম ট্রাক্টর কারখানায় কাজ শুরু করেন। কিন্তু ১৯৯০ সালে তিনি কাজ ছেড়ে দিয়ে শেনচেনে গিয়ে গান শেখা শুরু করেন। তিনি শেনচেনে প্রায় তিন বছর বিভিন্ন বারে গান পরিবেশন করেন। ১৯৯২ সালে তিনি কুয়াংতং প্রদেশের একটি সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান হন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'একাকীত্ব আমাকে এত সুখর দেয়' গানটি ১৯৯৪ সালে প্রকাশিত হয়। ১৯৯৯ সালে তিনি টিভি সিরিজে পরিবেশনা শুরু করেন।

টুটুল: 'একাকীত্ব আমাকে এত সুখ দেয়' গানের কথা এমন, 'ব্যস্ত নৃত্যশালায় আমি সহজে মাতাল হবো। সমৃদ্ধির মধ্যে আমি হলাম ধ্বংস হয়ে যাওয়া এক শহর। মানুষ আমার কান্না অস্বীকার করে। এ রাতে এক কোনে কেউ নেই, একাকীত্ব আমাকে এত সুখ দেয়। রাতে আকাশের তারার রহস্য উজ্জ্বল হয়। চাবি হারিয়ে আমি বাতাসে বেড়াতে যাচ্ছি। কে আমাকে মনে রাখে, আমি কে? এ রাতে কেউ নেই। একাকীত্ব আমাকে এত সুখ দেয়। আমি হলাম সেই নারী যে হারিয়ে গেছে, স্বাধীনতায় উড়তে চাই। এ রাতে একাকীত্ব আমাকে এত সুখ দেয়, কেউ আমার কষ্ট ও আনন্দে বিরক্ত হবে না'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'একাকীত্ব আমাকে এত সুখ দেয়' নামের গানটি। এখন আমি 'বড় ভাই, আপনি ভালো আছেন' নামের গান শোনাবো। গেয়েছেন, নারী কণ্ঠশিল্পী গান ফিং। তিনি ১৯৭০ সালের পয়লা সেপ্টেম্বর হুনান প্রদেশের সিয়াংইন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৭ বছর বয়স থেকে হুনান প্রদেশের কিশোর ক্রীড়া স্কুলে সাঁতার প্রশিক্ষণ শুরু করেন। এরপর জিমন্যাসটিক্স প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। কিন্তু স্বাস্থ্যগত কারণে তিনি একজন খেলোয়াড় হওয়ার স্বপ্ন ত্যাগ করেন। ১৯৮৭ সালে তিনি হুনান প্রদেশের শিল্প বিদ্যালয়ে হুয়াগু অপেরা শিক্ষা শুরু করেন। ১৯৯১ সালে তিনি কুয়াংতং প্রদেশের এক সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান হন। ১৯৯৩ সালে তিনি কুয়াংতং সামরিক অঞ্চলের রাজনৈতিক বিভাগের সৈন্যদের গান এবং নাচ গ্রুপে কাজ শুরু করেন। ১৯৯৪ সালে তিনি জাতীয় যুব গায়ক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন। এরপর তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সাল থেকে তিনি বিভিন্ন টিভি সিরিজের থিম গান গেয়েছেন। ২০০১ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এছাড়াও তিনি চলচ্চিত্রে পরিবেশনা করেন।

টুটুল: 'বড় ভাই, আপনি ভালো আছেন' গানের কথা হল, 'প্রতি দিন আপনার পথ অন্য মানুষ ব্যবস্থা করেন। পরিশেষে আপনি একবার পথ হারিয়ে যাওয়ার কারণে বাড়ি ত্যাগ করেন। তখন থেকে আপনি নিজের স্বপ্ন বাস্তবায়ন শুরু করেন। পরিশেষ আপনি একবার ভুল করার কারণে পরিবার ত্যাগ করে নিজের কাজ শুরু করেন। আপনি নিজের সব দুঃখ সহ্য করতে চান। ওহ, বড় ভাই, বড় ভাই আপনি ভালো আছেন? ওহ, বড় ভাই, বড় ভাই আপনি ভালো আছেন? বহু বছর পর আমিও আপনাকে দেখতে চাই'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'বড় ভাই, আপনি ভালো আছেন' নামের গান। এখন আমি আপনাদেরকে 'সাদা বন' নামের গান শোনাবো। গেয়েছেন ইয়ে বেই। তিনি ১৯৭৪ সালের ১২ মার্চ বেইজিংয়ে এক বাদ্যযন্ত্রী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাত বছর বয়স থেকে পিয়ানো শিক্ষা শুরু করেন। তিনি চায়না কনসারভেটরি অব মিউজিক থেকে স্নাতক হন। এরপর তিনি একজন গায়িকায় পরিণত হন। ১৯৯৪ সালে তিনি প্রথম গান প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। গান ছাড়াও তিনি টিভি সিরিজে পরিবেশনা করেন।

টুটুল: ইয়ে বেই'র কণ্ঠে 'সাদা বন' গানের কথা হল, 'শান্ত গ্রামে সাদা তুষার পড়ছে। কুয়াশায় কবুতর উড়ছে। সাদা বনে দু'টি নাম খোদাই করা আছে, দু'জন আজীবন পরস্পরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে। এক দিন নিজের জন্মস্থানে যুদ্ধ হয়েছে। ছেলেটি বন্দুক নিয়ে যুদ্ধে যোগ দিয়েছে। প্রেমী আমার জন্য উদ্বেগ করবে না। সে সাদা বনে আমার অপেক্ষা করবে। আকাশে এখনো কুয়াশা আছে, এখনো কবুতর উড়ছে। তুষার এখনো পড়ছে, গ্রাম এখনো শান্ত। তরুণ তরুণী সাদা বনে হারিয়ে গেছে। প্রেমী দূরে যুদ্ধক্ষেত্রে মারা গেছে। মেয়েটি একা সে সাদা বনে এসেছে। প্রতি দিন তার প্রেমীর অপেক্ষা করে। মেয়েটি বিশ্বাস করে, ছেলেটি অবশ্যই কোনো এক দিন সেই বনে ফিরে আসবে। দীর্ঘ পথ শেষ হবে। মেয়েটির মাথার চুল সাদা হয়েছে। সবসময় শুনতে পায় তার প্রেমী তাকে ডাকছে। এসো, আমাদের সাদা বনে এসো। মেয়েটি মারা যাওয়ার সময় বলে, আমি আসছি, তুমি আমাদের বনে আমার অপেক্ষা করো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'সাদা বন' নামের গান। এখন আমি আপনাদেরকে একটি রক গান শোনাবো। গানের শিরোনাম 'লাসায় ফিরে যাবো'। গেয়েছেন চেং জুন। আগের অনুষ্ঠানে আমি চেং জুন'র পরিচয় জানিয়েছি। এখন আমি 'লাসায় ফিরে যাবো' গানের পরিচয় করবো। গানটি ১৯৯৪ সালে প্রকাশিত চেং জুন'র 'উলঙ্গ' নামের অ্যালবামের গান। যদিও তখন চেং জুন তিব্বতে যান নি, তবে গানে ঘন ঘন তিব্বতি জাতির বৈশিষ্ট্যের কথা বলেছেন। গানটিতে চেং জুন'র তিব্বতে যাওয়ার প্রত্যাশা প্রতিফলিত হয়।

টুটুল: 'লাসায় ফিরে যাবো' গানের কথা এমন, 'লাসায় ফিরে যাবো, পোতালা প্রাসাদে ফিরে যাবো। ইয়ারলুং জাংবো নদীতে নিজের হৃদয় পরিষ্কার করবো। তাংগুলা পাহাড়ের মধ্য দিয়ে শিশিরভেজা পদ্ম দেখেছি। হাত ধরে তার বাড়িতে ফিরে যাবো। তোমার কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। সে তোমাকে নিজেকে খোঁজার উপায় শেখাবে। তুষার পাহাড়, সবুজ ঘাস, সুন্দর লামা মন্দির। অবশেষে মেয়ে হাসছে। আমার মনে হয়, এখানে আমার বাড়ি। আমার সুন্দর শিশিরভেজা পদ্ম। পরিষ্কার আকাশে একটি পরিষ্কার হৃদয় আছে। আজকের জন্য উদ্বেগ করার প্রয়োজন নেই। আগামীকালের চিন্তা করবো না। এসো, এসো, আমরা একসঙ্গে লাসায় ফিরে যাবো। আমাদের বাড়িতে ফিরে যাবো। এসো এসো এসো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'লাসায় ফিরে যাবো' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040