কাতারের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে: চার আরব দেশের যৌথ বিবৃতি
  2017-07-12 17:59:12  cri
জুলাই ১২: কাতারের ওপর চলমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। গতকাল (মঙ্গলবার) প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্র-কাতার সমঝোতাস্মারক মেনে চলতে তারা দোহাকে সাহায্য করবে।

বিবৃতিতে আরও বলা হয়, গত তিন বছর ধরে কাতার 'রিয়াদ চুক্তি' লঙ্ঘন করে সন্ত্রাসীদের সাহায্য-সহযোগিতা দিয়ে এসেছে। এ প্রেক্ষাপটেই চার আরব দেশ কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। পরে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে ১৩-দফা দাবি উত্থাপন করা হয়। কিন্তু কাতার তা মানতেও অস্বীকার করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতাস্মারক স্বাক্ষর যথেষ্ট নয়।

উল্লেখ্য, এর আগে দোহায় কাতার ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং কাতারের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খালেদ বিন মুহাম্মাদ আল-থানি সমঝোতাস্মারকে স্বাক্ষর করেন। পরে থানি সাংবাদিকদের জানান, চার মাস ধরেই এ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছিল। কাতার সংকটের সাথে এর কোনো সম্পর্ক নেই। (ওয়াং তান হোং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040